জয়ে ফিরল ম্যান ইউনাইটেড

আন্তোনিও কন্তে-কে জোসে মোরিনহো বুঝিয়ে দিলেন, ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নেওয়া মোটেই সহজ হবে না। ১৬ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। মহারণের ড্রেস রিহার্সাল জয় দিয়ে সারল ম্যান ইউনাইটেড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৭ ০৪:০৭
Share:

উৎসব: সান্ডারল্যান্ডের বিরুদ্ধে গোলের পর মাখতারিয়ানকে নিয়ে উচ্ছ্বাস লিনগার্ড, পোগবা ও ফেলাইনির। ছবি: এএফপি

আন্তোনিও কন্তে-কে জোসে মোরিনহো বুঝিয়ে দিলেন, ওল্ড ট্র্যাফোর্ড থেকে তিন পয়েন্ট নেওয়া মোটেই সহজ হবে না।

Advertisement

১৬ এপ্রিল ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। মহারণের ড্রেস রিহার্সাল জয় দিয়ে সারল ম্যান ইউনাইটেড। সান্ডারল্যান্ডকে ৩-০ হারাল জোসে মোরিনহোর দল।

শেষ ম্যাচে ড্র করার পর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ম্যান ইউনাইটেডকে। প্রশ্ন উঠে গিয়েছিল জোসে মোরিনহোর ছক হয়তো কার্যকর হচ্ছে না। সান্ডারল্যান্ড ম্যাচের আগে আবার দলকে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’ বলেছিলেন, স্ট্রাইকাররা গোল করলে তো জিতবে দল। রবিবার জ্লাটান ইব্রাহিমোভিচরাও জবাবটা দিলেন।

Advertisement

রবিবার শুরুর থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল ম্যান ইউনাইটেড। যেখানে চোখ ধাঁধানো গোলও ছিল।

প্রথমার্ধের শুরুতে বিশ্বমানের গোল করে ম্যান ইউনাইটেডকে ১-০ এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। বিরতির ঠিক আগে আবার লাল কার্ড দেখেন সান্ডারল্যান্ডের সেবাস্তিয়ান লারসন। দ্বিতীয়ার্ধে ম্যান ইউনাইটেড আরও বেশি বল পজেশন রাখতে শুরু করে। দ্বিতীয়ার্ধের ঠিক শুরুতেই ব্যবধান বাড়ান হেনরিক মাখতারিয়ান। ইব্রার পাসে আবার তৃতীয় গোল করেন মার্কাস র‌্যাশফোর্ড।

জয়ের সৌজন্যে প্রথম চারে শেষ করার দৌড়ে টিকে থাকল ম্যান ইউনাইটেড। ম্যান সিটি ও লিভারপুল জয়ের পর মোরিনহোর দলকেও তিন পয়েন্ট তুলতে হতো। ম্যাচ শেষে মোরিনহো বলছেন, ‘‘আমি খুব খুশি তিন গোলে জিততে পেরে। দারুণ খেলেছি আমরা। শুরুর থেকে শেষ আক্রমণ থামাইনি।’’ হারের পর অবনমনের আশঙ্কা আরও বেড়ে গেল সান্ডারল্যান্ডের। কিন্তু প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা থেকে মোরিনহো ভাল মতোই জানেন অবনমনে থাকা দল কী করতে পারে। ‘‘আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলছিলাম যারা প্রিমিয়ার লিগে থাকতে চায়। তাই এ সমস্ত ম্যাচ সহজ মনে হলেও সে রকম হয় না। কিন্তু দলের পারফরম্যান্সে আমি খুশি।’’

ম্যাচ জিতলেও লুক শ বিতর্কের রেশ থেকেই গেল। ভাল খেললেও তাঁকে মাঝপথে বসিয়ে দেন মোরিনহো। কেন এমন করলেন পর্তুগিজ ম্যানেজার? মোরিনহো বলছেন, গ্যালারির চাপেই তাঁকে এ রকম করতে হল। ‘‘শ আমার দলের প্লেয়ার। ওকে বাঁচানো আমার দায়িত্ব। হলুদ কার্ড দেখেছিল। তার মধ্যে আবার গ্যালারি থেকেও ওকে কটাক্ষের মুখে পড়তে হয়। সেই কারণেই শ-কে পুরো ম্যাচ খেলাতে পারলাম না,’’ বলছেন মোরিনহো।

ম্যাচ হেরে আবার ডেভিড মোয়েসও বলে দিলেন, ‘‘আমরা খুব খারাপ খেলেছি। ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে এগারো জনে খেলাই খুব চাপের। তার ওপর আবার লারসন লাল কার্ড দেখার পর আরও মুশকিল হয়ে যায় দশ জন নিয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন