UEFA Champions League

ইউরোপের ফুটবলে ইতিহাস তৈরির দিনে একইসঙ্গে বর্ণবিদ্বেষের অভিযোগ

পেপ গুয়ারদিওলার দল ত্রিমুকুট জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২১ ১১:২৭
Share:

জোড়া গোলদাতা মাহরেজ। ছবি রয়টার্স

ইতিহাসের পুনরাবৃত্তি হল না। বরং তৈরি হল নতুন ইতিহাস। গত বারের ফাইনালিস্ট প্যারিস সঁ জঁ এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছতে পারল না। বদলে ক্লাবের ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার রাতে ২-০ ব্যবধানে হারিয়ে দিল পিএসজি-কে। সব মিলিয়ে ৪-১ জিতে ফাইনালে উঠল তারা। তবে রেফারির বিরুদ্ধে উঠে গেল বর্ণবিদ্বেষের অভিযোগ।

Advertisement

পেপ গুয়ারদিওলার দল ত্রিমুকুট জেতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। কিছুদিন আগেই তারা লিগ কাপ জিতেছে। আগামী সপ্তাহে ইপিএল-ও সম্ভবত ঘরে ঢুকছে তাদের। চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ার থেকেও এক ধাপ দূরে তারা। গত চার বার সেমিফাইনালে শেষ করার পর এবার অধরা ফাইনাল খেলবে সিটি।

মঙ্গলবার দুটি গোলই করেছেন রিয়াধ মাহরেজ, যিনি জন্মসূত্রে আলজেরিয়ার হলেও ছোটবেলা কেটেছে প্যারিসে। দুই অর্ধে দুটি গোল করেন তিনি। ম্যাচের পর গুয়ারদিওলা বলেছেন, “বার্সা, বায়ার্নকে হারিয়ে আসা দলের বিরুদ্ধে জেতা সহজ কাজ নয়। প্রথমার্ধে সে ভাবে ওদের চাপে ফেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে অনেক ভাল খেলেছি। এই ক্লাবকে কোচিং করাতে পেরে আমি গর্বিত।”

Advertisement

রেফারির সঙ্গে তর্ক দি মারিয়া, পোচেত্তিনোদের। ছবি রয়টার্স

ম্যাচের ৬৯ মিনিটে ফার্নান্ডিনহোকে মাড়িয়ে দেওয়ার জন্য লাল কার্ড দেখেন অ্যাঞ্জেল দি মারিয়া। জানা গিয়েছে, এরপরেই রেফারি বিয়র্ন কুইপার্স বর্ণবিদ্বেষী মন্তব্য করেন তাঁকে। পিএসজি-র ফুটবলার অ্যান্ডার হেরেরা বলেছেন, “রেফারিদের শ্রদ্ধা করার কথা বলা হয়। কিন্তু উনি যা বলেছেন সেটা আমরা বললে তিন-চার ম্যাচ নির্বাসিত হয়ে যেতাম।” পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনোর আশা, ঘটনার তদন্ত করবে উয়েফা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement