চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আবার দেখা যাবে অল-ইংলিশ ম্যাচ। যখন মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। জুভেন্টাসের সামনে সুযোগ রিয়েল মাদ্রিদের থেকে বদলা নেওয়ার। গত বছরের দুই ফাইনালিস্ট এ বার মুখোমুখি কোয়ার্টার ফাইনালে। সবাইকে চমকে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সেভিয়া খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। বার্সেলোনার সামনে এএস রোমা।
শুক্রবার লিয়ঁতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে গেল। অ্যানফিল্ডে প্রথম লেগে মুখোমুখি হবে দুই ইংলিশ দল লিভারপুল ও ম্যান সিটি। ৩ অথবা ৪ এপ্রিল দেখা যাবে এই লড়াই। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০১০-১১তে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল।
রিয়েল মাদ্রিদ অবশ্য প্রতিপক্ষকে দেখে খুশিই হবে। দারুণ ছন্দে রয়েছে বায়ার্ন মিউনিখও। সেভিয়াকে তাদের বিরুদ্ধে নামার আগে ভাবতে হবে। দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনাও। চেলসিকে উড়িয়েই জায়গা করে নিয়েছে শেষ আটে। এএস রোমা যে আটকে দিতে পারবে না বার্সাকে সেটাই স্বাভাবিক। যদি না কোনও অঘটন ঘটে বার্সেলোনার সেমিফাইনাল নিশ্চিত।