জয়ে ফিরল ম্যান ইউ, হার বাঁচাল চেলসি

ব্রাইটনের বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের জয়ের কারিগর অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস ডাঙ্ক! ম্যাচের ৬৬ মিনিটে অ্যাশলে ইংয়ের শট বাঁচাতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৪:৩০
Share:

বিপক্ষের কড়া ট্যাকলের শিকার যখন পোগবা। ছবি: এএফপি

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জয়ের সরণিতে ফেরার রাতেই ধাক্কা চেলসি শিবিরে।

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগে বাসেল ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ১-০ হারাল জোসে মোরিনহোর দল। কিন্তু লিভারপুলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাঁর পুরনো ক্লাবের জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল।

ব্রাইটনের বিরুদ্ধে ম্যান ইউনাইটেডের জয়ের কারিগর অবশ্য প্রতিপক্ষের ডিফেন্ডার লুইস ডাঙ্ক! ম্যাচের ৬৬ মিনিটে অ্যাশলে ইংয়ের শট বাঁচাতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন তিনি। ব্রাইটনের ফুটবলাররা এ দিন কখনওই স্বস্তিতে থাকতে দেননি ম্যান ইউনাইটেড ফুটবলারদের। কড়া ট্যাকলে বারবার ছিটকে দেন জ্লাটান ইব্রাহিমোভিচ, পল পোগবা-দের। প্রথমার্ধে আহত হয়ে মাঠে লুটিয়েও পড়েন পোগবা। যা দেখে ক্ষোভ উগরে দেন ম্যান ইউনাইটেড সমর্থকরা। ম্যাচের পর মোরিনহো অবশ্য উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রাইটন ফুটবলারদের। তিনি বলেছেন, ‘‘অসাধারণ খেলেছে ব্রাইটন। হারলেও ওদের কৃতিত্ব দিতে হবে।’’

Advertisement

লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের ৬৫ মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। গোল করেন মহম্মদ সালা। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে চেলসির হার বাঁচান উইলিয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন