গ্রিজম্যানকে চান মোরিনহো

নিরাপত্তার ভুলে গত মরসুমের শেষে বোমাতঙ্কের জেরে ওল্ড ট্র্যাফোর্ডে পরিত্যক্ত হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৭ ০৩:১১
Share:

নিরাপত্তার ভুলে গত মরসুমের শেষে বোমাতঙ্কের জেরে ওল্ড ট্র্যাফোর্ডে পরিত্যক্ত হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-বোর্নমাউথ ম্যাচ।

Advertisement

ভবিষ্যতে সে রকম ঘটনা এড়াতেই সন্ত্রাস দমন অফিসার নিযুক্ত করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই অফিসারের নাম না প্রকাশ করলেও শোনা যাচ্ছে, ম্যাঞ্চেস্টার পুলিশের প্রাক্তন অফিসার ছিলেন তিনি। ম্যান ইউনাইটেডের সমর্থকদের এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হল।

গত মরসুমে বোর্নমাউথ ম্যাচে বোমাতঙ্কে লজ্জায় পড়ে গিয়েছিল ইউনাইটেড। পরে জানা গিয়েছিল, যে প্যাকেজ নিয়ে বোমাতঙ্ক ছড়ায়, সেটা ভুয়ো। স্টেডিয়ামের এক নিরাপত্তাকর্মী ভুলবশত রেখে গিয়েছিল। সেই অস্বস্তিতে আর পড়তে চান না ইউনাইটেডের কর্তারা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ দেখতে আসা মানেই এখন কড়া নিরাপত্তা টপকে গ্যালারিতে প্রবেশ করা। সমর্থকদের গাড়ি পর্যন্ত খুঁটিয়ে পরীক্ষা করে তার পর ছাড় দেওয়া হয়।

Advertisement

এ দিকে, আগামী মরসুমে দলবদলের বাজারে আবার আঁতোয়া গ্রিজম্যানকে পাখির চোখ করলেন জোসে মোরিনহো। শোনা যাচ্ছে, ফরাসি স্ট্রাইকারকে পেতে এখন থেকেই বড় রকমের প্রস্তাব তৈরি করছে ইউনাইটেড। যদিও গ্রিজম্যান কিছু দিন আগে বলেছেন, ‘‘আমি আটলেটিকো মাদ্রিদে যথেষ্ট খুশি। এ মুহূর্তে আর কিছু ভাবছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement