ইংলিশ প্রিমিয়ার লিগে জোসের পরীক্ষা

মোরিনহোর দলের এ বার গ্রুপেই দেখা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের সঙ্গে। তাই ইয়ং বয়েজের বিরুদ্ধে দু’টি ম্যাচ জিতলে রেড ডেভিলসরা সুবিধে পাবেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৪৪
Share:

রোমেল লুকাকু। এএফপি।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দু’টি ম্যাচ জিতে কাল সুইৎজ়ারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিযান শুরু করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সব অর্থেই এই ম্যাচেই এগিয়ে জোসে মোরিনহোর দল। অবশ্য ইপিএলে এ বার ভাল শুরু করেনি ম্যান ইউ। পাঁচ ম্যাচ খেলে দু’টি হেরেছে। তিনটিতে জয়। পয়েন্ট ৯। টেবলে আট নম্বরে।

Advertisement

ইয়ং বয়েজও সুইস লিগে ভাল খেলছে। টানা ছ’টি ম্যাচে জিতেছে। ১৯টি গোলও করেছে। তবে সেই অর্থে শক্তিশালী দলের সঙ্গে তাদের খেলা পড়েনি। ম্যান ইউ-র মতো বড় শক্তির বিরুদ্ধে তারা কতটা প্রতিরোধ গড়তে পারে সেটা দেখার।

মোরিনহোর দলের এ বার গ্রুপেই দেখা হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের সঙ্গে। তাই ইয়ং বয়েজের বিরুদ্ধে দু’টি ম্যাচ জিতলে রেড ডেভিলসরা সুবিধে পাবেই। এই গ্রুপ (এইচ) থেকে চ্যাম্পিয়ন হলে শেষ ষোলোর লড়াইয়ে মোরিনহোর দল সহজ প্রতিপক্ষ পাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement