মারাদোনার রাগবি প্রেম

ফুটবল মাঠে ইদানীং খুব একটা দেখা যায় না তাঁকে। তবে দেশের রাগবি ম্যাচ চুটিয়ে উপভোগ করলেন দিয়েগো মারাদোনা। আর্জেন্তিনার জয় একেবারে ড্রেসিংরুমে ঢুকে নাচগান করে সেলিব্রেটও করলেন। লিস্টারে রাগবি বিশ্বকাপ ম্যাচে টঙ্গাকে ৪৫-১৬ উড়িয়ে দেয় আর্জেন্তিনার পিউমা টিম। যার উৎসব প্লেয়ারদের মধ্যমণি হয়ে ড্রেসিংরুমে পালন করেন আর্জেন্তিনীয় কিংবদন্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৪৪
Share:

দেশের রাগবি অধিনায়কের সঙ্গে ড্রেসিংরুমে মারাদোনা। ছবি টুইটার

ফুটবল মাঠে ইদানীং খুব একটা দেখা যায় না তাঁকে। তবে দেশের রাগবি ম্যাচ চুটিয়ে উপভোগ করলেন দিয়েগো মারাদোনা। আর্জেন্তিনার জয় একেবারে ড্রেসিংরুমে ঢুকে নাচগান করে সেলিব্রেটও করলেন। লিস্টারে রাগবি বিশ্বকাপ ম্যাচে টঙ্গাকে ৪৫-১৬ উড়িয়ে দেয় আর্জেন্তিনার পিউমা টিম। যার উৎসব প্লেয়ারদের মধ্যমণি হয়ে ড্রেসিংরুমে পালন করেন আর্জেন্তিনীয় কিংবদন্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement