Diego Maradona

তথ্যচিত্রে মারাদোনা হয়ে গেলেন ‘প্রতারক’! বললেন, ‘আমি দেখব না’

কিংবদন্তি ফুটবলারকে নিয়ে তথ্যচিত্রটি তৈরি করেছেন ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া। গত রবিবার কান চলচ্চিত্র উৎসবে মারাদোনার জীবনী নিয়ে বানানো তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মে ২০১৯ ১৫:৫১
Share:

নিজের জীবনী অবলম্বনে তৈরি তথ্যচিত্র পছন্দ হয়নি মারাদোনার। ছবি— রয়টার্স।

নিজের জীবনী অবলম্বনে তৈরি তথ্যচিত্রে দিয়েগো মারাদোনা হয়ে গেলেন ‘প্রতারক’। ক্ষুব্ধ আর্জেন্তাইন মহানায়ক জানিয়ে দিলেন, তথ্যচিত্রটি তিনি দেখবেন না। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দিয়েগো মারাদোনা: রেবেল. হিরো. হাসলার. গড।’

Advertisement

ছবিটির টাইটেলে ‘হাসলার’ শব্দটি নিয়েই যত বিতর্ক। এর অর্থ, টাকার জন্য যে ব্যক্তি অন্যদের ঠকায়, প্রতারণা করে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথচিত্রের টাইটেল নিয়ে তীব্র আপত্তি তোলেন মারাদোনা। মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক বলেন, ‘‘আমি ফুটবল খেলেছি। বলের পিছনে দৌড়ে অর্থ রোজগার করেছি। কিন্তু কারও সঙ্গে প্রতারণা করিনি। ওঁরা দর্শক টানার জন্য যদি শব্দটা রাখে, তা হলে কিন্তু ভুল করছে।’’

আরও খবর: মাদুরোর পাশে মারাদোনা, শুরু নয়া বিতর্ক

Advertisement

আরও খবর: মারাদোনার চেয়েও মেসি অনেক ভাল, বলছেন ফার্গুসন

প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘‘তথ্যচিত্রের টাইটেল আমার মোটেও পছন্দ হয়নি। আর টাইটেল পছন্দ না হলে, আমি ছবিটা দেখতেই যাব না। আপনারাও যাবেন না।’’

কিংবদন্তি ফুটবলারকে নিয়ে তথ্যচিত্রটি তৈরি করেছেন ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া। গত রবিবার কান চলচ্চিত্র উৎসবে মারাদোনার জীবনী নিয়ে বানানো তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। মারাদোনা অবশ্য তা দেখেননি। মেক্সিকোর ক্লাব ফুটবলে কোচিং করাচ্ছেন তিনি। সেই কারণেই তথ্যচিত্রের প্রিমিয়ার শো দেখা হয়নি মহানায়কের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement