মাশাকে নিয়ে নতুন জল্পনা

মারিয়া শারাপোভা উইম্বলডনেও ওয়াইল্ড কার্ড পেতে পারেন বলে মনে করছেন অ্যান্ডি মারে। যদি র‌্যাঙ্কিংয়ে তিনি আটকেও যান, তা হলেও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে শারাপোভাকে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নামানো হতে পারে বলে মারের বিশ্বাস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০৪:০৬
Share:

অনিশ্চিত: উইম্বলডনে কি দেখা যাবে এই উৎসব? ফাইল চিত্র

মারিয়া শারাপোভা উইম্বলডনেও ওয়াইল্ড কার্ড পেতে পারেন বলে মনে করছেন অ্যান্ডি মারে। যদি র‌্যাঙ্কিংয়ে তিনি আটকেও যান, তা হলেও ওয়াইল্ড কার্ডের মাধ্যমে শারাপোভাকে অল ইংল্যান্ড ক্লাবের কোর্টে নামানো হতে পারে বলে মারের বিশ্বাস।

Advertisement

ডোপিংয়ের দায়ে ধরা পড়ার পর নির্বাসিত শারাপোভা সম্প্রতি স্টুটগার্টে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। প্রত্যাবর্তনের পর প্রথম টুর্নামেন্টে ভাল ভাবে শুরু করলেও সেমিফাইনালে হেরে যান তিনি। তিরিশ বছর বয়সি শারাপোভা এখনও টেনিসের গ্ল্যামার গার্ল এবং অন্যতম সেরা আকর্ষণ। সেটা স্টুটগার্টেই বুঝিয়ে দিয়েছেন তিনি।

কিন্তু দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় র‌্যাঙ্কিং অনেক নেমে গিয়েছে শারাপোভার। সেই কারণেই সব টুর্নামেন্টে নামার সুযোগ তিনি না-ও পেতে পারেন। এই মুহূর্তে শারাপোভার র‌্যাঙ্কিং ২৬২। যদি এর মধ্যে দ্রুত কয়েকটি টুর্নামেন্টে তিনি র‌্যাঙ্কিংয়ে উন্নতি না ঘটাতে পারেন, ফরাসি ওপেন বা উইম্বলডনে নামতে হলে আমন্ত্রণ দরকার পড়তে পারে। এমনকী, এই টুর্নামেন্টগুলির কোয়ালিফায়ারে নামতে গেলেও দু’শোর কাছাকাছি র‌্যাঙ্কিং দরকার হবে তাঁর। স্টুটগার্টে ফাইনালে উঠলে তিনি ফরাসি ওপেনের কোয়ালিফাইং রাউন্ডে খেলার যোগ্যতা পেতেন।

Advertisement

মারের মনে হচ্ছে, উইম্বলডনে শারাপোভা সেটা পেয়ে যাবেন। ‘‘আমার মনে হয় উইম্বলডন ওকে ওয়াইল্ড কার্ড দিয়ে দিতেই পারে। তবে আশা করব সেটার হয়তো দরকার পড়বে না ওর।’’

আরও পড়ুন: মনদীপের হ্যাটট্রিকে জয়ে ফিরল ভারত

মারে বিলক্ষণ টের পাচ্ছেন যে, যদি শারাপোভা নিজের টেনিস দক্ষতায় না খেলার সুযোগ পান, তা হলে উইম্বলডনকেও বিতর্কিত সিদ্ধান্ত নিতে হতে পারে। টেনিস সংস্থা বা টুর্নামেন্টের উদ্যক্তরা মাশার হয়ে মাঠে নেমে পড়েছে বলে ইতিমধ্যেই অভিযোগ উঠতে শুরু করেছে। টেনিস দুনিয়া উত্তাল হয়ে উঠেছে শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেওয়া নিয়ে। কানাডার মহিলা খেলোয়াড় এবং গ্ল্যামারে শারাপোভার চ্যালেঞ্জার ইউজেনি বুশার্ড সরাসরি বলেছেন, মারিয়ার মতো প্রতারককে আজীবন নির্বাসিত করা উচিত ছিল। তার বদলে কর্তারা তাঁকে ওয়াইল্ড কার্ড দিচ্ছেন। মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে এর ফলে। এখন সকলের নজর ফরাসি ওপেন এবং উইম্বলডনের দিকে। যদি টেনিসের র‌্যাঙ্কিং অনুযায়ী তিনি সুযোগ না পান, তা হলে ওয়াইল্ড কার্ড দিয়ে নামানোর বিষয়টি আসবে। অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে যদিও বলে দেওয়া হচ্ছে, তাদের ওয়াইল্ডকার্ড নিয়ে বৈঠক আগামী ২০ জুন হবে। সেখানেই যা হওয়ার হবে। তার আগে এ নিয়ে কেউ কোনও কথা বলবেন না।

উইম্বলডনের কোয়ালিফাইং টুর্নামেন্ট হবে ২৬-২৯ জুন। সেখানে এই প্রথম বার ভিডিও কভারেজের ব্যবস্থা থাকছে। টিকিটের ব্যবস্থাও করা হচ্ছে। কারণ, শারাপোভাকে খেলতে দেখা যেতে পারে। উইম্বলডনের কোয়ালিফাইং পর্বে সরাসরি প্রবেশ করতে গেলে র‌্যাঙ্কিংয়ে দু’শোর কাছাকাছি আসতে হবে শারাপোভাকে। সেটা করার জন্য সামনেই দু’টো টুর্নামেন্ট পাচ্ছেন তিনি। মাদ্রিদ এবং রোমে। এই দু’টি জায়গাতেই ওয়াইল্ড কার্ড পেয়েছেন তিনি। যা নিয়ে বিতর্ক আরও চরমে উঠেছে। আবার এটাও ঠিক যে, শারাপোভা মানেই বাণিজ্য। স্টুটগার্টে তাঁর প্রত্যাবর্তন টুর্নামেন্ট কভার করার জন্য সারা বিশ্বের সংবাদমাধ্যম হাজির হয়ে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন