রাস্তা কঠিন, মানছেন মারিয়াও

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের বিরুদ্ধে হারতে হয় তাঁকে। ডোপিং সাসপেনশন থেকে ফিরে ফিটনেস বাড়াতে আরও টুর্নামেন্টে নামতে চান তিনি— মারিয়া শারাপোভা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ০৩:২৯
Share:

মারিয়া শারাপোভা।—ফাইল চিত্র।

স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে ক্রিস্টিনা ম্লাদেনোভিচের বিরুদ্ধে হারতে হয় তাঁকে। ডোপিং সাসপেনশন থেকে ফিরে ফিটনেস বাড়াতে আরও টুর্নামেন্টে নামতে চান তিনি— মারিয়া শারাপোভা।

Advertisement

পাঁচ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা শারাপোভা বলছেন, ‘‘আমি আরও ম্যাচ খেলতে চাই। এরপরে মাদ্রিদ আর রোমেও খেলব। গ্র্যান্ড স্ল্যামের মতোই গুরুত্ব দেব এই টুর্নামেন্টগুলোকে। অনেক দিন আমি কোর্টের বাইরে। তাই ম্যাচ ফিটনেস চাই।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘কোর্টে নামার এই অনুভবটাই আমার দারুণ লাগে।’’

শারাপোভার সেমিফাইনালের বিদায়ের পিছনে সবাই দায়ী করে তাঁর ম্যাচ ফিটনেস। কিন্তু সেই সব কটাক্ষ উড়িয়ে প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন বলছেন, ‘‘নিজের খেলায় খুশি আমি। কোর্টে নামার আগে বোঝা যায় না কী রকম অবস্থায় আছি। কিন্তু আবার নিজের সেরা ফর্মে ফিরতে চাই।’’

Advertisement

প্রথম সেটে জেতার পরেও হারতে হয় শারাপোভাকে। ‘‘দ্বিতীয় সেটেও আমি এক সময় এগিয়ে গিয়েছিলাম। সেই সুযোগটা কাজে আসল না। ম্লাদেনোভিচকে আমি আবার ম্যাচে ফিরতে দিয়েছিলাম,’’ বলছেন শারাপোভা।

১৬ মে জানা যাবে ফরাসি ওপেনে শারাপোভা ওয়াইল্ড কার্ড পাবেন না। কিন্তু সেই নিয়ে চিন্তিত নন শারাপোভা।’’ ফাইনালে উঠে আবার হারলেন ম্লাদেনোভিচ। জার্মানির লরা সিগমুন্ডের বিরুদ্ধে হারলেন তিনি। তিন সেটের ম্যাচে লড়াই করেও হারলেন ম্লাদেনোভিচ। লরা জিতলেন ৬-১, ৬-২,৭-৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন