আবার অবসর নিচ্ছেন হিঙ্গিস

সিঙ্গলস এবং ডাবলস মিলিয়ে পোশাদার কেরিয়ারে ৩৫টি খেতাব জয়ী ৩৭ বছর বয়সি সুইস তারকা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘‘ভাবতেই অবাক লাগছে ২৩ বছর আগে পেশাদার টেনিস শুরু করেছিলাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৭ ০৩:৫৩
Share:

বিদায়: ডাবলসের সাফল্যের মাঝে বিদায় হিঙ্গিসের (বাঁ দিকে)। ফাইল চিত্র

চলতি মাসের গোড়ার দিকেই চ্যাম্পিয়ন হয়েছেন চিন ওপেনের ডাবলসে। এখন ব্যস্ত মরসুম শেষের ডাব্লিউটিএ ফাইনালসে। এর মধ্যেই আন্তর্জাতিক টেনিস থেকে হঠাৎ অবসরের ঘোষণা করলেন। তিনি— মার্টিনা হিঙ্গিস।

Advertisement

সিঙ্গলস এবং ডাবলস মিলিয়ে পোশাদার কেরিয়ারে ৩৫টি খেতাব জয়ী ৩৭ বছর বয়সি সুইস তারকা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘‘ভাবতেই অবাক লাগছে ২৩ বছর আগে পেশাদার টেনিস শুরু করেছিলাম। এর পরে এমন অনেক মরসুম এসেছে, যখন পেশাদার আর ব্যক্তিগত দু’টো দিক থেকেই অনেক কিছু পেয়েছি। তবে আমার বিশ্বাস এ বার আমার থামার সময় হয়েছে। সিঙ্গাপুরে এই টুর্নামেন্টে শেষ ম্যাচ খেলার পরেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

দীর্ঘ কেরিয়ারে সুইস তারকা এই নিয়ে তৃতীয় বার অবসরের ঘোষণা করলেন। ২২ বছর বয়সে প্রথম বার হিঙ্গিস জানান অবসরের সিদ্ধান্ত। ২০০৩ সালে। তখন বলেছিলেন, ‘‘টেনিসে আর ফেরার কোনও ইচ্ছে নেই।’’ কিন্তু কোর্টে ফিরে আসেন ২০০৬ সালে। তাঁর বিরুদ্ধে এই সময়েই নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগ উঠেছিল। দু’বছর সাসপেন্ডও হন এবং ২০০৭-এ আবার অবসর নেন। ছ’বছর পরে ফের হিঙ্গিসের প্রত্যাবর্তন ২০১৩-এ। প্রচুর সাফল্য পেয়েছেন গত চার বছরে। হিঙ্গিস মেয়েদের টেনিসে ছ’জন খেলোয়াড়ের অন্যতম যাঁর সিঙ্গলস এবং ডাবলস দুটি বিভাগেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে আসার কৃতিত্ব রয়েছে।

Advertisement

আরও পড়ুন: ভারতে নয়া দিগন্ত দেখছেন বাস্তেন

কেরিয়ারের শুরুতেও কনিষ্ঠতম গ্র্যান্ড স্ল্যাম জয়ী হিসেবে নজির গড়েছিলেন তিনি। ১৯৯৬-এ উইম্বলডনের ডাবলসে হেলেনা সুকোভার সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে। ১৯৯৭-এ মাত্র ১৬ বছর বয়েসে বিশ্বের এক নম্বর হন।

বর্ণময় কেরিয়ারের শেষটাও রাজকীয় ভাবে শেষ হবে হিঙ্গিসের চলতি ডাব্লিউটিএ ফাইনালসে যদি চ্যাম্পিয়ন হতে পারেন। ডাবলসে তাঁর সঙ্গী চিনা তাইপের চেন ইয়ুং জান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন