মাতিয়াস মেসি। ছবি: সংগৃহীত।
বেআইনি অস্ত্র রাখার দায়ে গৃহবন্দি করা হয়েছে মেসিকে। তবে, তিনি লিওনেল মেসির দাদা মাতিয়াস মেসি।
গত ৩০ নভেম্বর একটি দুর্ঘটনায় ঘাড়ে এবং মুখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাতিয়াস। সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। এর পরেই তাঁকে গৃহবন্দি করা হয়। মাতিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের কাছে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।
এ নিয়ে দ্বিতীয় বার গ্রেফতার হলেন মেসির দাদা। তবে, এখন গৃহবন্দি করে রাখা হলেও বেআইনি অস্ত্র রাখার অপরাধে সর্বনিম্ন সাড়ে ৩ বছর থেকে সর্বোচ্চ ৮ বছর জেল খাটতে হতে পারে মাতিয়াস মেসিকে।
আরও পড়ুন: বিরুষ্কাকে বিয়ের শুভেচ্ছায় ক্রিকেটমহল
আরও পড়ুন: ৩৬-এ পা দিলেন যুবরাজ, শুভেচ্ছা টুইটারে
তবে, মাতিয়াসের সমর্থনে মেসিদের পারিবারিক আইনজীবী ইগানসিও কার্বোনে বলেছেন, “মাতিয়াস যথেষ্ট ভদ্র এবং ভাল মানুষ। এই বিষয়ে তদন্ত না শেষ হওয়া পর্যন্ত এখনই কিছু বলা সম্ভব নয়।”