শেষ হল ম্যাকালামের ক্রিকেট জীবনের ইনিংস

শেষ হল নিউজিল্যান্ড ক্রিকেটের একটি যুগের। টেস্ট ক্রিকেটের শেষ ইনিংসটি খেলে ফেললেন ব্রেন্ডন ম্যাকালাম। ক্রাইস্টচার্চে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে মাত্র ২৫ রানে আউট হলেন অধিনায়ক। যখন ফিরলেন তখন পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাল দেশের ক্রিকেট হিরোকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫১
Share:

বিদায় বেলায় ব্রেন্ডন ম্যাকালাম। ছবি: গেটি ইমেজেস।

শেষ হল নিউজিল্যান্ড ক্রিকেটের একটি যুগের। টেস্ট ক্রিকেটের শেষ ইনিংসটি খেলে ফেললেন ব্রেন্ডন ম্যাকালাম। ক্রাইস্টচার্চে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে মাত্র ২৫ রানে আউট হলেন অধিনায়ক। যখন ফিরলেন তখন পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাল দেশের ক্রিকেট হিরোকে। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও তখন ম্যাকালামের বিদায়ে শোকস্তব্ধ। অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ ছুটে এসে হাত মিলিয়ে গেলেন। যেতে যেতেও দেশের ক্রিকেটে ম্যাকালামের অবদান আরও একবার মনে করিয়ে দিলেন স্বয়ং স্মিথ। প্রথম ইনিংসেই যে ৫৪ বলে সেঞ্চুরি করে রেকর্ড করেছিলেন তাঁর ক্রিকেট জীবনের ইতি হল একদিন পরেই।

Advertisement

পরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫০৫ রানের ইনিংস খেলে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান ছিল ৩৭০। নিউজিল্যান্ডের সামনে এখন বিরাট টার্গেট। প্রথম ইনিংসে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন ম্যাকালাম। দ্বিতীয় ইনিংসে সেই ঝলক আর দেখা গেল না। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড চার উইকেট হারিয়ে করেছে ১২১ রান। ম্যাকালাম যখন ব্যাট করতে এলেন তখন নিউজিল্যান্ড ৭২-৩। কিন্তু ২৭ বলে ২৫ রান করেই ফিরতে হল প্রথম ইনিংসে রেকর্ড করা ম্যাকালামকে।

আরও খবর

Advertisement

বিদায়ী টেস্টে ম্যাকালামের দ্রুততম সেঞ্চুরি

অবসরের প্রশ্নে বিরক্ত ধোনি একহাত নিলেন সাংবাদিকদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement