শামিদের বোলিংয়ে উচ্ছ্বসিত ম্যাকগ্রা

চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর সাংবাদিকদের সোমবার আরও বলেন, ভারতের তিন পেসার (ভুবনেশ্বর, শামি, বুমরা) ছাড়া হার্দিক পাণ্ড্যও দারুণ পারফর্ম করেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৮ ০৪:১৫
Share:

সদ্য শেষ হওয়া সিরিজে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ গ্লেন ম্যাকগ্রা। তাঁর মনে হচ্ছে ভারতীয় পেসাররা বিদেশের মাঠে এই যে ফর্ম দেখিয়েছেন সেটা অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সিরিজেও ধরে রাখতে পারবেন।

Advertisement

যদিও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ভারতীয় বোলাররা নিজেদের সেরাটা উজাড় করে দিলেও ১-২ হারতে হয়েছে। তবু ম্যাকগ্রা বলছেন, ‘‘এটা বলা হয় যে নিয়মিত ভাবে যদি ২০ উইকেট না তোলা যায়, তা হলে টেস্ট ম্যাচ জেতা যায় না। এ দিক থেকে কিন্তু এখন ভারতীয় বোলারদের দেখে দারুণ লাগছে। বিশেষ করে ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা এবং স্পিনারদের পারফরম্যান্স।’’

চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের ডিরেক্টর সাংবাদিকদের সোমবার আরও বলেন, ভারতের তিন পেসার (ভুবনেশ্বর, শামি, বুমরা) ছাড়া হার্দিক পাণ্ড্যও দারুণ পারফর্ম করেছে। ‘‘অবশ্যই হার্দিক দারুণ খেলছে। ভারতীয় দলে এখন বোলারদের কোনও অভাব নেই।’’

Advertisement

পাশাপাশি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার কমলেশ নগরকোটিরও প্রশংসা করেন ম্যাকগ্রা। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যিনি ডান-হাতি পেসার হিসেবে নজর কেড়ে নিয়েছেন। এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে তাঁকে। ম্যাকগ্রা বলেন, ‘‘ওর বোলিংয়ে খুব ভাল গতি রয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওর পারফরম্যান্স আমার দারুণ লেগেছে। তার উপরে কেকেআরে সুযোগ পাওয়াটা তো উপরি পাওনা। আমার মনে হয় ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’

শুধু প্রশংসাই নয় সঙ্গে সতর্কও করে দিয়েছেন তিনি কমলেশকে। ‘‘ওর বয়স কম তাই প্রচুর গতিতে বল করার ক্ষমতা রয়েছে। তাতে কিন্তু ওর শরীরেও উপরও চাপ পড়বে। যদি নিজের শরীরের উপর নজর রাখে ও এবং যেটা করতে চাইছে সেদিকে ফোকাসটা ঠিক রাখে তা হলে ফল পাবেই। একটা কথা কিন্তু মনে রাখতে হবে। শীর্ষে উঠে আসাটা কঠিন, কিন্তু সেই জায়গাটা ধরে রাখা আরও বেশি কঠিন।’’

আসন্ন ইংল্যান্ড সফরে ভারতকে সফল হতে গেলে কী করতে হবে সে ব্যাপারে ম্যাকগ্রা বলেন, ‘‘পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে প্রথমে। আমরা সব সময়ই বলি নিয়ন্ত্রণ রেখে বল করো। অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ বল করতে হবে। ইংল্যান্ডে কিন্তু সঠিক লেংথে বল রাখাটা ভীষণ জরুরি। ওখানে কিন্তু সিম মুভমেন্ট থাকবে তবে অস্ট্রেলিয়ার মতো অতটা দ্রুত বল যাবে না। ভারতের উইকেটের থেকে কিন্তু আলাদা। সঙ্গে ওরা যদি ডিউক বলের সঙ্গে মানিয়ে নিতে পারে তা হলে ওখানে বোলিং করাটা ভারতীয় বোলাররা উপভোগ করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন