Sports News

পাকিস্তানের ভিসা চেয়ে অপমানিত ইমরান তাহির

বিশ্ব একাদশ দলে খেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। যদিও তিনি পাকিস্তান বংশোদ্ভুত। কিন্তু খেলেন দক্ষিণ আফ্রিকা দলে। বিশ্ব একাদশের ১৪ জনের দলে রয়েছেন তিনি। এর পর টুইটারে নিজের ক্ষোভ জানান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৯
Share:

ইমরান তাহির। ছবি: সংগৃহীত।

বার্মিংহ্যামে পাকিস্তান দূতাবাসে অপমানিত হতে হল ইমরান তাহিরকে। সোমবারের ঘটনা। যখন তিনি পাকিস্তানের ভিসার জন্য সেখানে গিয়েছিলেন। আগামী ১২, ১৩ ও ১৫ সেপ্টেম্বর লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে ইনডিপেন্ডেন্স কাপে মুখোমুখি হবে বিশ্ব একাদশ বনাম পাকিস্তান। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেই এই পরিকল্পনা আইসিসির। শ্রীলঙ্কার টিম বাসের উপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধই। কোনও দলই সেখানে খেলতে যেতে নারাজ। যে কারণে এই পদক্ষেপ বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার।

Advertisement

আরও পড়ুন

২০১৮তে ইংল্যান্ডে সিরিজ খেলবে ভারত

Advertisement

নো বল করে সেঞ্চুরি আটকালেন পোলার্ড

বিশ্ব একাদশ দলে খেলবেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। যদিও তিনি পাকিস্তান বংশোদ্ভুত। কিন্তু খেলেন দক্ষিণ আফ্রিকা দলে। বিশ্ব একাদশের ১৪ জনের দলে রয়েছেন তিনি।দূতাবাসে তাঁকে ৫ ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং খারাপ ব্যবহারও করা হয়। এর পর টুইটারে নিজের ক্ষোভ জানান তিনি। লেখেন, ‘‘আমি বিশ্ব একাদশের হয়ে খেলার জন্য পাকিস্তান দূতাবাসের কাছে গিয়েছিলাম ভিসা চাইতে। কিন্তু সেখানে আমাকে ও আমার পরিবারকে অপমানিত করা হয়।’’ পুরো ঘটনা জানিয়ে টুইট করেন তাহির। তাঁর টুইটের জবাবে দূতাবাসের তরফে অবশ্য জানানো হয়েছে তদন্ত করা হবে এই ঘটনার।

দেখুন টুইট &

দেখুন টুইট &

দেখুন টুইট &

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement