যখন দেশের হয়ে ব্যর্থ মেসি...

বিশ্বকাপের স্বপ্ন আর সত্যি হল না। আন্তর্জাতিক ম্যাচ থেকে চিরতরে বিদায় নিলেন লিওনেল মেসি। মেসি মানে সাফল্য, মেসি মানে ব্যর্থতা। একই সঙ্গে বয়ে চলেছে তাঁর ফুটবল কেরিয়ারে। এক দিকে ক্লাব ফুটবলে মেসির সাফল্যের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৯:১২
Share:

বিশ্বকাপের স্বপ্ন আর সত্যি হল না। আন্তর্জাতিক ম্যাচ থেকে চিরতরে বিদায় নিলেন লিওনেল মেসি। মেসি মানে সাফল্য, মেসি মানে ব্যর্থতা। একই সঙ্গে বয়ে চলেছে তাঁর ফুটবল কেরিয়ারে। এক দিকে ক্লাব ফুটবলে মেসির সাফল্যের বন্যা বয়ে গিয়েছে। তিনি একমাত্র ফুটবলার পাঁচ বার ব্যলন ডিওরে খেতাব পেয়েছেন। তিন বার ইউরোপিয়ান গোল্ডেন বুট পেয়েছেন। সেই মেসি দেশের হয়ে যখন খেলছেন, দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েও শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়েছেন। বিশ্বকাপের হাতছানি বারবার তাঁকে তাড়িয়ে বেড়িয়েছে। তাই পঞ্চম বার ব্যলন ডি'অর নিতে গিয়ে আক্ষেপটা প্রকাশ করে ফেললেন, বিশ্বকাপ পাওয়ার জন্য তিনি সব ব্যলন ডি'অর ফিরিয়ে দিতে পারেন। এক নজরে দেখে নিন, দেশের হয়ে ব্যর্থ মেসির কিছু কথা।

Advertisement

আরও খবর- চিলির ঝাঁঝে ম্রিয়মান মেসিরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement