—ফাইল চিত্র।
এক সময় লিওনেল মেসিকে ‘নাট্যকারের’ তকমা দিয়েছিলেন হোসে মোরিনহো। চেলসি কোচের মত ছিল, বার্সেলোনার অনেক ফুটবলারের মতো মেসিও নাকি প্লে-অ্যাকটিং করতে ওস্তাদ। তবে বুধবারের বায়ার্ন মিউনিখ ম্যাচের পর যেন মেসির সেই পুরনো ‘শত্রুও’ হয়ে উঠেছেন তাঁর ফ্যান ক্লাবের নতুন সদস্য। বায়ার্নের বিরুদ্ধে মেসির দুর্দান্ত পারফরম্যান্স দেখে মন্ত্রমুগ্ধ মোরিনহো বলছেন, ‘‘বিশ্ব ফুটবলে দু’ধরনের দল আছে। একটা সাধারণ দল। আর একটা, যেখানে মেসি আছে। ছেলেটা অন্য গ্রহের ফুটবলার।’’
বার্সেলোনার প্রতি ‘দ্য স্পেশ্যাল ওয়ানের’ রাগের ইতিহাস বহু পুরনো। এক সময় বার্সার সহকারী কোচ ছিলেন মোরিনহো। তার পরে ক্লাব ছেড়ে অনেক বার কাতালান ক্লাবকে কটাক্ষ করেছেন। কিন্তু সেই বার্সার কিংবদন্তি ফুটবলারকে হঠাত্ই প্রশংসা করে ফের চমকে দিলেন মোরিনহো। ‘‘আমার দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু মেসি আছে বলে এখনও টুর্নামেন্টটা দেখার উত্তেজনা টিকে আছে।’’ এক দিকে মেসিকে শ্রেষ্ঠ বললেও আর্জেন্তিনা মহাতারকাকে আটকানোর কোনও ছক তৈরি হয়নি, সেটা মানতে নারাজ মোরিনহো। বলেন, ‘‘মেসির বিরুদ্ধে খেললে কোচ হিসাবে আমার কর্তব্য ওকে আটকানো। আমি যখন ইন্টার মিলানের কোচ ছিলাম, তখন ওকে দু’পর্বেই আটকেছিলাম। আমি ওর বিরুদ্ধে অনেক ম্যাচে কোচিং করিয়েছি। কিছু ম্যাচে আটকেছি। কিছু ম্যাচে পারিনি।’’
গত জানুয়ারিতে জল্পনা তীব্র হয়, মোরিনহো নাকি বার্সা মহাতারকাকে ঐতিহাসিক ভাবে সই করাতে চলেছেন চেলসিতে। কিন্তু সেই ইচ্ছা থেকে হয়তো সরে এলেন পর্তুগিজ কোচ। ‘‘আমার মনে হয় মেসিকে বার্সেলোনা থেকে সরিয়ে আনা অসম্ভব। ও ক্লাব সমর্থকদের অন্যতম ফেভারিট ফুটবলার। ও হয়তো পুরো কেরিয়ার ওই ক্লাবেই থাকবে।’’ মোরিনহোর এই মেসি-প্রশংসাকে আবার অন্য নজরেই দেখছে স্প্যানিশ মিডিয়া। যাদের মতে, এলএম টেনের প্রতি এই মন্তব্য হয়তো মোরিনহোর এক প্রকারের কটাক্ষ চিরপ্রতিদ্বন্দ্বীর দিকে। মানে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। শোনা যাচ্ছে, রোনাল্ডো আর মোরিনহোর সম্পর্ক নাকি আরও খারাপ হয়েছে।
এ দিকে, মেসির ফ্যান ক্লাবের সদস্য বেড়ে চললেও তাঁর ক্লাব বার্সেলোনা এখন সমস্যায়। এখনও টিভি সূচি নিয়ে ঝামেলা মেটেনি। অর্থাত্ এই সপ্তাহের শেষে বন্ধ হয়ে যাচ্ছে লা লিগা। যা নিয়ে চিন্তিত লিগের সব ক্লাব। পাশাপাশি বার্সা আবার বাকি তিন ম্যাচ জিতলেই ফিরে পাবে লা লিগার সিংহাসন। কিন্তু শেষ দুটো ম্যাচের ভবিষ্যত্ নিয়ে ধোঁয়াশা অব্যাহত থাকল।
ফরাসি লিগে: ফরাসি লিগ জেতার দৌড়ে আরও এক ধাপ এগোল প্যারিস সাঁ জাঁ। গুইনগাম্পকে ৬-০ হারিয়ে লিয়ঁর থেকে ছ’পয়েন্ট এগিয়ে গেল জ্লাটান ইব্রাহিমোভিচের দল। হ্যাটট্রিক করেন এডিনসন কাভানি। পেনাল্টি থেকে গোল করেন ইব্রা।