আতলেতিকো ফুটবলারদের বার্তা পাঠিয়ে বিতর্কে মেসি

লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো দে মাদ্রিদ। অথচ বিতর্কের কেন্দ্রে লিওনেল মেসি! কেন? স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, আতলেতিকো দে মাদ্রিদের ম্যানেজার ও ফুটবলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে উজ্জীবিত করেছেন বার্সেলোনা তারকা!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০৩:৩৫
Share:

তোপে: হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে বিতর্কে মেসি। —ফাইল চিত্র।

লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো দে মাদ্রিদ। অথচ বিতর্কের কেন্দ্রে লিওনেল মেসি!

Advertisement

কেন? স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, আতলেতিকো দে মাদ্রিদের ম্যানেজার ও ফুটবলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে উজ্জীবিত করেছেন বার্সেলোনা তারকা! ক্ষুব্ধ রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও র‌্যামোস বলেছেন, ‘‘নোংরা খেলা শুরু করেছে বার্সেলোনা।’’

২৯ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লা লিগ টেবলে এই মুহূর্তে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। এক ম্যাচ বেশি খেলে ৬৯ পয়েন্ট নিয়ে দু’নম্বরে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো দে মাদ্রিদের পয়েন্ট ৬১। রিয়াল হারলে এবং মালাগার বিরুদ্ধএ মেসিরা জিতলে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে। এই কারণেই ফের্নান্দো তোরহেস, আঁতোয়া গ্রিজম্যান-দের মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে।

Advertisement

রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান অবশ্য উদ্বিগ্ন ভবিষ্যৎ নিয়ে! আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘‘রিয়ালে আমি মোটেই সুরক্ষিত নই। জানি না মরসুম শেষ হওয়ার পর কী হবে। তবে সমস্ত রকম পরিস্থিতির জন্য তৈরি। এই মুহূর্তে অবশ্য আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচটা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।’’

গত বছর মিলানে আতলেতিকো দে মাদ্রিদ-কে হারিয়েই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়াল। শনিবার মাদ্রিদ ডার্বিতেই সেই দলই খেলানোর ইঙ্গিত দিয়েছেন জিদান। যদিও এই মুহূর্তে একেবারেই ছন্দে নেই রোনাল্ডো। তা সত্ত্বেও বের্নাবাউ-তে বিবিসি (বেল, বেঞ্জেমা ও ক্রিশ্চিয়ানো) জুটিকে অস্ত্র করেই জিততে মরিয়া জিদান। তিনি বলেছেন, ‘‘রোনাল্ডো দারুণ ট্রেনিং করেছে। এই ধরনের বড় ম্যাচে ও খেলবেই।’’ কিন্তু সি আর সেভেনের হঠাৎ কী হল? রিয়াল ম্যানেজার বলেছেন, ‘‘কারণটা আমিও বুঝতে পারছি না। হয়তো সমালোচনার কারণেই ছন্দ হারিয়ে ফেলেছে। রোনাল্ডোর মধ্যে কিন্তু এখনও ভাল খেলার তাগিদ যথেষ্ট রয়েছে।’’

লা লিগা টেবলে তিন নম্বরে থাকলেও চ্যাম্পিয়ন হওয়ার আশা ছেড়ে দিয়েছেন আতলেতিকো দে মাদ্রিদ ম্যানেজার। সিমিওনে বলেছেন, ‘‘অসম্ভব কিছু না ঘটলে আতলেতিকোর চ্যাম্পিয়ন হওয়ার কোনও সম্ভাবনা নেই।’’

লা লিগা

রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো দে মাদ্রিদ (রাত ৭.৪০, টেন ওয়ান)।

বার্সেলোনা বনাম মালাগা (রাত ১২.১০, টেন ওয়ান এইচডি)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন