পানামা পেপার কলঙ্কে নাম জড়াল মেসির

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই মোদী সরকার জানিয়েছে, বিষয়টির ওপর তারা নজর রাখছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ০৩:৪২
Share:

লিয়োনেল মেসি।

আরও এক দফা তথ্য সামনে এল পানামা পেপারের। কালো টাকা গোপনে বিনিয়োগের এই চক্রে যেমন ভারতীয় রথী-মহারথী শিল্পপতি পরিবারের নাম প্রকাশ্যে এল, তেমনই জড়িয়েছে ফুটবলার লিয়োনেল মেসি, ফরাসি জুয়েলার পিয়ের কার্তিয়ে ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট মউরিসিও মাকরি-র নাম।

Advertisement

এর আগে পানামা পেপারে নাম থাকায় আদালতের নির্দেশে পাকিস্তানে প্রধানমন্ত্রিত্ব খোয়াতে হয়েছে নওয়াজ শরিফকে। অমিতাভ বচ্চন-সহ বেশ কিছু বিশিষ্ট ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এই পটভূমিকায় ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-র সঙ্গে দু’টি সংবাদপত্র মিলে বৃহস্পতিবার পানামা পেপারের আরও প্রায় ১২ লক্ষ তথ্য ফাঁস করেছে। এর মধ্যে ভারতীয়দের নাম রয়েছে ১২ হাজার তথ্যে। অভিযোগ এঁরা পানামায় শ্রীলঙ্কান বংশোদ্ভূত মোজ়াক ফনসেকার ল ফার্মের মাধ্যমে কোটি কোটি ডলারের কালো টাকা বিদেশে বিনিয়োগ করেছেন। এই তালিকায় নতুন সংযোজন এয়ারটেলের মালিক শিল্পপতি সুনীল মিত্তালের ছেলে হাইক মেসেঞ্জারের সিইও কভিন ভারতী মিত্তল, পিভিআর সিনেমার মালিক অজয় বিজলি, এশিয়ান পেন্টেসের প্রতিষ্ঠাতা শিল্পপতি অশ্বিন দানির ছেলে জলজ অশ্বিন দানি।

পানামা পেপারের দ্বিতীয় দফার তথ্য প্রকাশ্যে আসতেই মোদী সরকার জানিয়েছে, বিষয়টির ওপর তারা নজর রাখছে। সরকারের তরফে খবর, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া গিয়েছে। ফলে সরকার ১১৪০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি চিহ্নিত করতে পেরেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement