আটলেটিকো মাদ্রিদকে গোল দিয়ে মেসি। রবিবার। ছবি: রয়টার্স।
বদলা আর আটলেটিকো মাদ্রিদের থেকে লা লিগা খেতাব ছিনিয়ে নেওয়া! দু’টো লক্ষ্যই রবি-রাতে বিপক্ষের মাঠে ভেদ করল বার্সেলোনা। করলেন সেই বার্সা রাজপুত্র লিও মেসি। ৬৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করে।
গত বছর ন্যু কাম্পে বার্সা ম্যাচ ড্র রেখে লা লিগা জিতেছিল আটলেটিকো মাদ্রিদ। এ দিন এক ম্যাচ বাকি থাকতেই স্প্যানিশ লিগ বার্সার ট্রফি ক্যাবিনেটের শোভা বাড়াল। ৩৭ রাউন্ড শেষে বার্সা (৯৩) লিগ টেবলে দুই নম্বর রিয়াল মাদ্রিদের (৮৯) চেয়ে চার পয়েন্টে এগিয়ে থাকায়।
একই রাতে রোনাল্ডোর হ্যাটট্রিকে রিয়ালের এসপ্যানিয়ল-বধ কাজে এল না। কোপা দেল রে (স্প্যানিশ কাপ) আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠে থাকা বার্সার ত্রিমুকুট লাভ এখন স্রেফ দুটো জয় দূরে।