Virat Kohli

‘ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা বিরাট’

অপ্রতিরোধ্য বিরাট কোহালি। কোহালির অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিতেছে ভারত। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে বিরাটকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩২
Share:

অপ্রতিরোধ্য বিরাট কোহালি। কোহালির অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জিতেছে ভারত। শুধু অধিনায়ক হিসেবেই নয়, ব্যাটেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে বিরাটকে। শেষ এক দিনের ম্যাচেও সেঞ্চুরি করেন বিরাট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত এক দিনের সিরিজে মোট তিনটি সেঞ্চুরি করেন বিরাট।

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের নজির-ই গড়েননি কোহালি, করেছেন আরও অনেক রেকর্ড।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কোহালির এই পারফরম্যান্সের সুবাদে টুইটারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।

Advertisement

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে রেকর্ডগুলি করলেন বিরাট

আরও পড়ুন: ১৫ মাসে আরও ভাল হবে এই দল: শাস্ত্রী

বিরাটের প্রশংসায় ভন টুইটে লেখেন, “এক দিনের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার বিরাট কোহালি।”

ভন একাই নন, বিরাটের প্রশংসায় মেতেছেন মহম্মদ কইফ, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটারেরাও। বিরাটকে ‘রাজা’ বলে উল্লেখ করে কইফ লেখেন, “এই সিরিজটি শুরু হওয়ার আগে ২০২টি ওডিআই ম্যাচে রাজা কোহালির ৩২টি শতরান ছিল। অর্থাৎ প্রতি ৬.৫ ইনিংসে একটি করে সেঞ্চুরি। যেটা বিস্ময়কর।”

বিরাটের প্রশংসায় লক্ষ্মণ লেখেন “ফের এক বার সেটাই করল বিরাট যেটা ও সব থেকে ভাল করতে পারে। ৩৫টি ওডিআই শতরান। তিনটি এই সিরিজেই।”

বিরাটের প্রশংসায় লক্ষ্মণ লেখেন “ফের এক বার সেটাই করল বিরাট যেটা ও সব থেকে ভাল করতে পারে। ৩৫টি ওডিআই শতরান। তিনটি এই সিরিজেই।”

শুধু কইফলক্ষ্ণরাই নন বিরাটের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন কেভিন পিটারসনের মতো ক্রিকেটারেরাও। 👏💯 ! ☄️😍☄️😍

শুধু কইফলক্ষ্ণরাই নন বিরাটের প্রশংসা করেছেন রবিচন্দ্রন অশ্বিন কেভিন পিটারসনের মতো ক্রিকেটারেরাও। 👏💯 ! ☄️😍☄️😍

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটার কায়নাত ইমকিয়াজ এবং সাইদা নেন আবিদিও প্রশংসা করেন বিরাটের। ! ! !! !!👏 😍 🏏

পাকিস্তান মহিলা ক্রিকেট দলের দুই ক্রিকেটার কায়নাত ইমকিয়াজ এবং সাইদা নেন আবিদিও প্রশংসা করেন বিরাটের। ! ! !! !!👏 😍 🏏

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন