শীর্ষে মিনার্ভা, দুরন্ত জয় লাজংয়ের

অভিষেকের আই লিগে গত মরসুমে সে ভাবে নজর কাড়তে পারেনি মিনার্ভা এফসি। এই মরসুমে কিন্তু শুরু থেকেই দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচেই সনি নর্দে-দের আটকে দেয় তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০৩:০৬
Share:

অপ্রতিরোধ্য মিনার্ভা এফসি। লুধিয়ানায় ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজ-কে ১-০ হারিয়ে শীর্ষ স্থান দখলে রাখল তারা।

Advertisement

অভিষেকের আই লিগে গত মরসুমে সে ভাবে নজর কাড়তে পারেনি মিনার্ভা এফসি। এই মরসুমে কিন্তু শুরু থেকেই দুরন্ত ছন্দে। প্রথম ম্যাচেই সনি নর্দে-দের আটকে দেয় তারা। পাঁচটি ম্যাচের একটিতেও হারেনি মিনার্ভা। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ থাকা মিনার্ভা জিতেছে চারটি ম্যাচ। ড্র করেছে একটি ম্যাচে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দল অ্যারোজের বিরুদ্ধে এ দিন জয় অবশ্য সহজে আসেনি মিনার্ভার। রুদ্ধশ্বাস ম্যাচের ৮০ মিনিটে একমাত্র গোলটি করেন চেঙ্কো গেইলশেন। ২১ বছর বয়সি এই স্ট্রাইকার ভুটানের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ভুটানের ‘রোনাল্ডো’ বলা হয়। পর্তুগাল অধিনায়কের মতো তিনিও সাত নম্বর জার্সি পরে খেলেন। এ দিন চেঙ্কোর গোলেই লিগ টেবলের এক নম্বর জায়গা ধরে রাখল মিনার্ভা।

Advertisement

আরও পড়ুন: হাইতির দুই বন্ধুর লড়াই যুবভারতীতে

সোমবার আই লিগে দুরন্ত জয় ছিনিয়ে নিল লাজং এফসি-ও। পাহাড়ের ডার্বিতে গত বারের চ্যাম্পিয়ন আইজল এফসি-কে ১-০ হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। ম্যাচের ৬০ মিনিটে একমাত্র গোলটি করেন রেডিম লাং।

সপ্তাহ দু’য়েক আগে বারাসতে লাজং-কে ৫-১ বিধ্বস্ত করেছিল ইস্টবেঙ্গল। পরের ম্যাচেই তারা সেই ধাক্কা কাটিয়ে উঠে মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায়। পিছিয়ে গিয়েও ১-১ ড্র করে লাজং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement