আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে জয়ী মিজোরাম

পুর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল মিজোরাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারায় মিজোরাম বিশ্ববিদ্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০০:৪১
Share:

জয়ী মিজোরাম দল। —নিজস্ব চিত্র।

পুর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল মিজোরাম বিশ্ববিদ্যালয়। শুক্রবার ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারায় মিজোরাম বিশ্ববিদ্যালয়। গোলটি করেন পি সি লালজিংপুইয়া। লিগ পর্যায়ের খেলায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে মিজোরাম বিশ্ববিদ্যালয়কে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। রার্নাস হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

Advertisement

‘ইন্ডিয়ান আসোসিয়েশান অফ ইউনিভার্সিটিস্‌’-এর সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার সূচনা হয় গত ৩ ফেব্রুয়ারি। মোট ৫২টি দল প্রতিযোগিতায় যোগ দেয়। প্রাথমিক পর্যায় থেকে নক আউট পর্যায়ের ওঠে চারটি দল। নিয়মানুযায়ী তাদের মধ্যে লিগ পর্যায়ের খেলা হয়েছে। এই পর্যায়ের প্রতিটি খেলাতে জিতে মিজোরাম জয়ী হয়। শুক্রবার জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী, ‘ইন্ডিয়ান আসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস্‌’-এর পর্যবেক্ষক শাকির হোসেন, সহকারী নিবন্ধক অমল ভুঁইয়া প্রমুখ।

শাকির হোসেন জানান, প্রতিযোগিতা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের মাঠের কিছু অংশ অসমতল। মাঠ ঠিক করলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাও আয়োজন করা যাবে। একই বক্তব্য মিজোরাম দলের ম্যানেজার সৌগত সরকার ও কোচ জেমস লালরাম মোয়ানওয়ামার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় দলের কোচ আমজাদ আলি খান জানান, প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান পেয়েছেন। প্রথম চারে থাকার সুবাদে জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, আগামী সোমবার থেকে ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনেই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে। সারা দেশের চারটি অঞ্চলের মোট ১৬টি দল প্রতিযোগিতায় যোগ দেবে। বিশ্ববিদ্যালয়ে প্রথম এমন প্রতিযোগিতা আয়োজন হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন