বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হাফিজ

গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডের পর ম্যাচ অফিশিয়াল হাফিজের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ জানান। আইসিসির ধারা ১১.৫ অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুমতি দেওয়া হয়েছে হাফিজকে স্থানীয় ক্রিকেটে খেলানোর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ২২:০২
Share:

মহম্মদ হাফিজ। —ফাইল চিত্র।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজকে নির্বাসিত করল আইসিসি। কারণ অবৈধ বোলিং অ্যাকশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। আইসিসি তাদের প্রেস রিলিজে জানিয়েছে, পর্যালোচনার পর দেখা গিয়েছে ওর বেশিরভাগ বলই ১৫ ডিগ্রির উপরে চলে যাচ্ছে।

Advertisement

আরও পড়ুন

দিল্লি দূষণ নিয়ে এ বার মুখ খুললেন বিরাট কোহালি

Advertisement

৩৭ বছরের হাফিজ অতীতেও দু’বার নির্বাসিত হয়েছিলেন। একই কারণে ২০১৪ ও ২০১৫র জুলাই থেকে ১২ মাস নির্বাসিত ছিলেন তিনি। দু’বছরের মধ্যে আবারও একই কারণে নির্বাসিত হতে হল। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডের পর ম্যাচ অফিশিয়াল হাফিজের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে অভিযোগ জানান। আইসিসির ধারা ১১.৫ অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুমতি দেওয়া হয়েছে হাফিজকে স্থানীয় ক্রিকেটে খেলানোর। হাফিজ শাস্তি কমানোর আবেদন জানাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement