Sports News

ফুটফুট মেয়ের বাবা, টুইট করে ছবি শেয়ার করলেন কাইফ

টুইটারে মহম্মদ কাইফকে ফলো করেন? নিজের সম্পর্কে কাইফ সেখানে লিখেছেন, ‘প্রাউড ইন্ডিয়ান অ্যান্ড আ ফিটনেস ফ্রিক’। এ বার তাতে আরও দু’টি শব্দ জুড়তে পারেন কাইফ। ‘প্রাউড ফাদার’!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ১৮:১৬
Share:

সদ্যোজাতর সঙ্গে কাইফ। ছবি: টুইটার।

টুইটারে মহম্মদ কাইফকে ফলো করেন?

Advertisement

নিজের সম্পর্কে কাইফ সেখানে লিখেছেন, ‘প্রাউড ইন্ডিয়ান অ্যান্ড আ ফিটনেস ফ্রিক’। এ বার তাতে আরও দু’টি শব্দ জুড়তে পারেন কাইফ। ‘প্রাউড ফাদার’!

দশম আইপিএলে অভিযান শুরু করার আগেই বাবা হলেন ২০০২-এর ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের নায়ক কাইফ। আর সুখবরটা ছবি-সহ শেয়ার করে জানিয়েছেন, একটি ফুটফুটে মেয়ের বাবা হয়েছেন। টুইটে লিখেছেন, “কী অসাধারণ অনুভূতি!”

Advertisement

কাইফের বাবা হওয়ার খবরে টুইটারে অভিনন্দনের জোয়ার উঠেছে। ঘণ্টা দুয়েকের মধ্যে সেই ছবিতে ‘লাইক’ পড়েছে ২৮০০টি। কাইফ ও তাঁর স্ত্রী পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর এক কালের সতীর্থরা। অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, বিরাট কোহালি, ইরফান পাঠান, আর পি সিংহ, বোমান ইরানি, সুনীল শেট্টি-সহ বহু তারকা।

আরও পড়ুন

ব্যাটসম্যানদের হেলমেটে ক্যামেরা বসতে পারে এই আইপিএলে!

স্ত্রী পূজার সঙ্গে কাইফ। ছবি: সংগৃহীত।

শেষ বার গত ২০১২-র আইপিএলে দেখা গিয়েছিল মহম্মদ কাইফকে। দশম আইপিএলে অবশ্য ক্রিকেটার নন, অ্যাসিন্ট্যান্ট কোচ হিসাবে দেখা যাবে তাঁকে। গুজরাত লায়ন্সের অ্যাসিন্ট্যান্ট কোচ হিসাবে তাঁর নয়া এই আইপিএল অভিযান শুরু হবে আগামী ৭ এপ্রিল। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে তাঁর দল। আপাতত অবশ্য নুতন অতিথিকে নিয়েই ব্যস্ত কাইফ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement