Mohammed Azharuddin

আইপিএল আয়োজনে সব বোর্ডকে একজোট হওয়ার আহ্বান আজহারের

২৯ মার্চ শুরু হয়ে ২৪ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু এখন তা আপাতত স্থগিত। আজহার বলেছেন যে আইপিএল আয়োজনের জন্য সূচিতে বদল করতেই হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৬:২১
Share:

আইপিএল আয়োজনে সূচিতে বদলের পক্ষে আজহারউদ্দিন। ছবি: পিটিআই।

করোনাভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের ক্ষেত্রে সমস্ত ক্রিকেট বোর্ডের এগিয়ে আসা উচিত বলে মনে করছেন মহম্মদ আজহারউদ্দিন। তাঁর মতে, এই অবস্থায় প্রয়োজনে ফিউচার ট্যুরস প্রোগ্রাম বা এফটিপি আমূল বদলে ফেলা যেতেই পারে।

Advertisement

সংবাদ সংস্থায় ৫৭ বছর বয়সি প্রাক্তন অধিনায়ক বলেছেন, “আমি নিশ্চিত যে দু’বছরের জন্য এফটিপি নতুন ভাবে সাজাতে হবে। কারণ, এই পরিস্থিতিতে প্রচুর অনিশ্চয়তা রয়ে গিয়েছে। দেখুন, ভাল সময়ের জন্য সব সময় প্রস্তুত থাকাই যায়। কিন্তু খারাপ সময়ের জন্য তৈরি থাকা যায় না। পরিস্থিতি এক বার ঠিকঠাক হলে আমরা অন্য সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতেই পারি।”

আরও পড়ুন: ‘কপিল আমার কথার মানেই ধরতে পারেননি’​

Advertisement

আরও পড়ুন: সচিন-দ্রাবিড় থেকে সহবাগ-ধোনি, তারকাদের যে সব দ্বন্দ্বে ছড়িয়েছিল বিতর্ক

২৯ মার্চ শুরু হয়ে ২৪ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। কিন্তু এখন তা আপাতত স্থগিত। আজহার বলেছেন, “আইপিএল আয়োজন করতে গেলে পুরো সূচি বদলাতে হবে। সেটা একটা বিকল্প। না হলে বর্তমান সূচিই মেনে চলা হোক। করোনার ফলে যা যা বাতিল হয়েছে, তা মেনে নিয়েই চলতে হবে তখন। তবে তা হলে প্রচুর ক্ষতির মুখোমুখি হতে হবে। এটা বাস্তবসম্মতও নয়। আমি তাই এফটিপি-তে সম্পূর্ণ বদলের অপেক্ষায় রয়েছি। একমাত্র তবেই আইপিএল হতে পারে। আমার মনে হয় সব দেশের বোর্ড এটা মেনে নেবে। কারণ, সবারই তো ক্ষতি হয়েছে। তবে এটাও ঠিক যে, সবচেয়ে বেশি ক্ষতি বিসিসিআই-এরই হয়েছে।”

জস বাটলার, প্যাট কামিন্সের মতো বিদেশিরা আইপিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। সেই ব্যাপারে আজহার বলেছেন, “কেউই আইপিএলকে না বলবে না। এমনকি, বিদেশিরাও না। প্রচুর লোকে আইপিএলের অপেক্ষায় থাকে। আমাদের ঘরোয়া ক্রিকেটেও যাঁরা জাতীয় দলে নিয়মিত নয়, তাঁরাও আইপিএলের দিকে তাকিয়ে থাকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন