বিশ্বকাপেও এই ছন্দেই থাকবেন, বার্তা শামির

ফের বিশ্বকাপে সুযোগ পেয়ে শামি বলছেন, ‘‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ফের বিশ্বকাপগামী ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছি। সেটাই বিশ্বকাপে পেতে চাই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৯ ০৪:৫৬
Share:

আইপিএলের ছন্দেই বিশ্বকাপে খেলতে চান মহম্মদ শামি। ছবি এএফপি।

এই মুহূর্তে যে ছন্দে আইপিএলে বল করছেন, সেই ছন্দেই বিশ্বকাপেও খেলতে চান ভারতীয় পেসার মহম্মদ শামি। সোমবারেই ঘোষিত হয়েছে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় দল। যে দলে রয়েছেন শামি।

Advertisement

চার বছর আগে বিশ্বকাপ দলে ছিলেন বাংলার এই পেসার। ফের বিশ্বকাপে সুযোগ পেয়ে শামি বলছেন, ‘‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ ফের বিশ্বকাপগামী ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। এই মুহূর্তে জীবনের সেরা ছন্দে রয়েছি। সেটাই বিশ্বকাপে পেতে চাই।’’

আইপিএলে প্রীতি জিন্টার দল কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলছেন শামি। জানিয়েছেন, ফিটনেস নিয়ে কোনও আপস না করার ফল পাচ্ছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: রায়ুডু-পন্থ নয়, বিশ্বকাপের বিমানে উঠছেন কার্তিক-শঙ্কর-রাহুল

শামির কথায়, ‘‘২০১৩ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন যে রকম ছন্দে ছিলাম, এখন সেটাই ফিরে পেয়েছি। এর জন্য টিম ম্যানেজমেন্ট, কোচ ও তাঁর সহকারীদের অবদান প্রচুর। এ বার দেশের হয়ে বিশ্বকাপে খেলতে নেমে ভাল পারফরম্যান্স করে কিছু ফিরিয়ে দেওয়াই আমার কাজ।’’

ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ৬৩ ম্যাচে ১১৩ উইকেট পেয়েছেন শামি। তিনি আরও বলেন, ‘‘এটা একটা লম্বা সফর। ২০১৫ সালে বিশ্বকাপে খেলেছিলাম। তার পরে চোট পেয়েছিলাম। তখন হতাশ লাগত। ভেবেছিলাম, জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত দলে ফিরতে এক বছর লেগে গিয়েছিল। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলাম। তার পরেই ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাই।’’ শামি সঙ্গে যোগ করেন, ‘‘গত বছর জুড়ে টেস্টে নিয়মিত খেলেছি। তার ফলে এই মুহূর্তে আমার আত্মবিশ্বাস তুঙ্গে। আগে যে গতিতে বল করতাম, এখন সেই গতিতেই ফের বল করতে পারছি। এর জন্য ফিটনেসে সময় দিতে হয়েছে। ফিটনেসটাই আমার ফের ছন্দে ফেরার চাবিকাঠি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement