আই লিগ দ্বিতীয় ডিভিশনে বৃহস্পতিবার লোনস্টার কাশ্মীরের বিরুদ্ধে মহমেডানের অ্যাওয়ে ম্যাচ পিছিয়ে গেল। মোগারা এখন কাশ্মীরে। কিন্তু সেখানে রাজনৈতিক গোলমাল চলছে। হান্দওয়ারায় কারফিউ থাকায় ম্যাচ হচ্ছে না। মহমেডান কর্তা রাজু আহমেদ বললেন, ‘‘ম্যাচ পিছিয়ে যাওয়ায় দল ফিরে আসছে শুক্রবার।’’