আই লিগ প্রথম ডিভিশনে ওঠার স্বপ্ন শেষ করে গ্যাংটক হিমালয়ানের কাছে ১-২ হারল মহমেডান। এক ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ডেম্পোর থেকে আট পয়েন্ট পিছনে সুব্রত ভট্টাচার্যের (জুনিয়র) দল। এ দিন মহমেডানের হয়ে সান্ত্বনা গোলটি ফায়াজের। দলের এক নম্বর স্ট্রাইকার জেমস মোগা সাসপেন্ড থাকায় এমনিতেই ফরোয়ার্ড লাইন দুর্বল ছিল মহমেডানের। তার উপরে ক্লাবকর্তাদের অভিযোগ, বিপক্ষ অবৈধ ফুটবলার খেলালেও মিনার্ভা ম্যাচের তিন পয়েন্ট পায়নি মহমেডান। ‘‘এটা ঠিক কাজ হল না ফেডারেশনের। ভেবেছিলাম ওই ম্যাচের তিন পয়েন্ট আমরা পাব। কিন্তু এখনও সেটা পেলাম না,’’ বললেন রাজু আহমেদ।