Football

প্রথম সিকিম গোল্ড কাপ জয় মহমেডানের

এই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মিটল মহমেডানের। শুধু তাই নয় ২০১৪র আইএফএ শিল্ড জয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মহমেডান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ২০:৪০
Share:

মহমেডান ১ (মানবীর সিংহ)

Advertisement

ঝাপা একাদশ ০

এর আগে একাধিকবার রানার্স হয়েছে। সিকিম গভর্নস গোল্ড কাপের প্রথম বছরই মোহনবাগানের কাছে হেরে রানার্স হয়ে শেষ করতে হয়েছিল কলকাতার আর একদল মহমেডানকে। এর পর চারবার রানার্সই হতে হয়েছে। এই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মিটল মহমেডানের। শুধু তাই নয় ২০১৪র আইএফএ শিল্ড জয়ের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মহমেডান। এ বার প্রথম থেকেই দারুণ ছন্দে ছিল কলকাতার এই ক্লাব। কলকাতা লিগে অনেক দুর্বল দল গড়েও রানার্স হওয়ার পর গোল্ড কাপ চ্যাম্পিয়ন।

Advertisement

বৃহস্পতিবার গ্যাংটকে ৩৬তম সিকিম গোল্ড কাপের ফাইনালে মানবীর সিংহর একমাত্র গোলে জিতল মহমেডান। হারিয়ে দিল নেপালের ঝাপা একাদশ এফসিকে। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই গোল করে মহমেডানকে এগিয়‌ে দিয়েছিল মানবীর। এর পর আর কেউই গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের সেরাও হয়েছেন মানবীর।

চ্যাম্পিয়ন দল পেল একলাখ টাকা। রানার্স ৫০ হাজার।

আরও পড়ুন: এক ম্যাচ মাঠের বাইরে মলিনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন