Sports News

বেঙ্গালুরুকে হারিয়ে ইস্টবেঙ্গলকে প্রায় ছুঁয়ে ফেলল মোহনবাগান

এদিন প্রথম থেকেই মাঠে নেমেছিলেন সনি নর্ডি। গোল না পেলেও শুরু থেকেই নিজের জাত আবার চেনালেন। ক্লান্তির জন্য ভাবা হয়েছিল হয়তো প্রথম থেকে তাঁকে দলে নাও রাখা হতে পারে।।

Advertisement

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ২২:২৭
Share:

মোহনবাগান ৩ (কাটসুমি-২, ডাফি)

Advertisement

বেঙ্গালুরু ০

এদিন প্রথম থেকেই মাঠে নেমেছিলেন সনি নর্ডি। গোল না পেলেও শুরু থেকেই নিজের জাত আবার চেনালেন। ক্লান্তির জন্য ভাবা হয়েছিল হয়তো প্রথম থেকে তাঁকে দলে নাও রাখা হতে পারে। কিন্তু দীর্ঘ পথ পেড়িয়ে হাইতি থেকে মধ্য রাতে ফিরেই পর দিন সকালে দলের অনুশীলনে যোগ দিয়ে কোচকে প্রমাণ করে দিয়েছিলেন তিনি খেলার জন্য তৈরি। ঘরের মাঠে সামনে গতবারের চ্যাম্পিয়নরা। না খেলে রিজার্ভ বেঞ্চে বসে থাকাটাও সহজ ছিল না সনির জন্য। তিনি খেললেন, দলও জিতল। বেঙ্গালুরু এফসিকে ০-৩ গোলে হারিয়েঅ বাড়ি পাঠাল সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisement

আরও খবর: বেনজির শাস্তি, কিশোর ফুটবলারকে পাঁচ বছরের নির্বাসন লিভারপুলে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement