ডাফিকে নিয়ে উদ্বেগ

চব্বিশ ঘণ্টা আগেই সনি নর্দে জানিয়েছিলেন, আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ মোহনবাগানের। অথচ তিনিই শুক্রবার চেন্নাই সিটি এফসি ম্যাচের জন্য উদ্বুদ্ধ করলেন সতীর্থদের!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৭ ০৩:৩৪
Share:

প্রস্তুতি: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে সনি। —নিজস্ব চিত্র।

চব্বিশ ঘণ্টা আগেই সনি নর্দে জানিয়েছিলেন, আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা শেষ মোহনবাগানের। অথচ তিনিই শুক্রবার চেন্নাই সিটি এফসি ম্যাচের জন্য উদ্বুদ্ধ করলেন সতীর্থদের!

Advertisement

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে এ দিন বিকেলে অনুশীলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোচ সঞ্জয় সেন ড্রেসিংরুমে ফিরে যান। কিন্তু ফুটবলাররা মাঠেই ছিলেন। জানা গিয়েছে, সতীর্থদের সনি বলেছেন, শেষ ম্যাচে চেন্নাইকে যে ভাবে হোক হারাতেই হবে। তাই শিলংয়ে লাজং বনাম আইজল ম্যাচে কী হচ্ছে তা নিয়ে না ভেবে তোমরা নিজেদের খেলার দিকে মনঃসংযোগ করো। কাতসুমি ইউসা ও এদুয়ার্দো ফেরিরা-রাও বক্তব্য রাখেন।

তবে রবিবারের ম্যাচে ড্যারেল ডাফি-র খেলা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে মোহনবাগান শিবিরে। আইজল এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগের দিন অনুশীলনের সময় কুঁচকিতে চোট পান তিনি। চোট নিয়েই খেলেছিলেন খালিদ জামিলের দলের বিরুদ্ধে। সহজ গোল নষ্ট করায় সমালোচিত হয়েছেন তিনি। এ দিনও হাল্কা অনুশীলন করেন ডাফি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement