অচেনা শত্রুর সঙ্গে মলদ্বীপের গরমও দুশ্চিন্তা সবুজ-মেরুনের

এক দিকে অচেনা প্রতিপক্ষ— ক্লাব ভ্যালেন্সিয়া। অন্য দিকে মলদ্বীপের গরম। এএফসি কাপের প্লে-অফে প্রথম লেগের ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অস্বস্তি বাড়ছে সবুজ-মেরুন শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪৫
Share:

এক দিকে অচেনা প্রতিপক্ষ— ক্লাব ভ্যালেন্সিয়া। অন্য দিকে মলদ্বীপের গরম। এএফসি কাপের প্লে-অফে প্রথম লেগের ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে অস্বস্তি বাড়ছে সবুজ-মেরুন শিবিরে।

Advertisement

সনি নর্দে, জেজে লালপেখলুয়া, প্রণয় হালদার-সহ প্রথম দলের ছয় ফুটবলার মলদ্বীপ যাননি। প্রধান কোচ সঞ্জয় সেনও ব্যক্তিগত কারণে কলকাতায় থেকে গিয়েছেন। এই পরিস্থিতিতে সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী মোহনবাগানের দায়িত্বে। সোমবার সকালে মূল স্টেডিয়ামে ঘণ্টা খানেক দলকে প্র্যাক্টিস করান তিনি। তার আগে প্রয়াত প্রাক্তন ফুটবলার শিবাজি বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন হয়।

কিন্তু মোহনবাগান কোচ উদ্বিগ্ন প্রতিপক্ষ সম্পর্কে কোনও তথ্য জোগাড় করতে না পেরে। সোমবার সন্ধ্যায় মলদ্বীপ থেকে ফোনে শঙ্করলাল বললেন, ‘‘স্ট্র্যাটেজি তৈরির জন্য ভ্যালেন্সিয়া কী ভাবে খেলে, সেটা জানা জরুরি ছিল। কিন্তু ওদের কোনও ম্যাচেরই ভিডিও রেকর্ডিং সংগ্রহ করতে পারিনি। এমনকী, ইউ টিউবেও ভ্যালেন্সিয়ার খেলার কোনও ক্লিপিংস নেই। একেবারে অজানা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামছি।’’ আরও বললেন, ‘‘শুধু জানি, তিন জন বিদেশি খেলাচ্ছে ভ্যালেন্সিয়া। এ ছাড়া জাতীয় দলের দুই ফুটবলারও আছে। ছেলেদের তাই বলেছি, ম্যাচের শুরুতে সতর্ক হয়ে খেলতে হবে। পরিস্থিতি অনুযায়ী গোলের জন্য ঝাঁপাব আমরা।’’ অস্বস্তি নিয়েই সোমবার রাতে টিম নিয়ে মলদ্বীপের ভারতীয় দূতাবাসে নিমন্ত্রণরক্ষা করতে গিয়েছিলেন শঙ্করলাল।

Advertisement

ফুটবলাররা অবশ্য প্রতিপক্ষকে নিয়ে বেশি চিন্তা করতে নারাজ। তাঁদের লক্ষ্য, ভ্যালেন্সিয়াকে হারিয়ে প্রয়াত প্রাক্তন ফুটবলার ও মোহনবাগানের টেকনিক্যাল কমিটির সদস্য শিবাজি বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো।

এএফসি কাপ প্লে-অফ

ক্লাব ভ্যালেন্সিয়া বনাম মোহনবাগান (বিকেল ৪.৩০)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement