ফিরেই সনিদের মাথায় আইজল

পর পর জোড়া অ্যাওয়ে ম্যাচ থেকে ছ’পয়েন্ট নিয়ে রবিবার রাতেই কলকাতা ফিরল মোহনবাগান। আর দমদম বিমানবন্দরে পা দিয়েই মোহনবাগান কোচ সঞ্জয় সেন জানিয়ে দিলেন, ‘‘সব ভুলে মোহনবাগানের একমাত্র লক্ষ্য মিজোরামে গিয়ে আইজল এফসি-কে হারানো।’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০৪:১৩
Share:

শপথ: জন্মদিন ছিল রবিবার। ডাফির লক্ষ্য লিগ জয়। ছবি: ফাইল চিত্র

পর পর জোড়া অ্যাওয়ে ম্যাচ থেকে ছ’পয়েন্ট নিয়ে রবিবার রাতেই কলকাতা ফিরল মোহনবাগান। আর দমদম বিমানবন্দরে পা দিয়েই মোহনবাগান কোচ সঞ্জয় সেন জানিয়ে দিলেন, ‘‘সব ভুলে মোহনবাগানের একমাত্র লক্ষ্য মিজোরামে গিয়ে আইজল এফসি-কে হারানো।’’

Advertisement

শনিবার লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে সনি নর্দের শেষ মুহূর্তের গোলে মিনার্ভা পঞ্জাব এফসি-কে হারিয়ে ফুরফুরে মেজাজেও থাকলে রবিবার কলকাতা ফিরতে বিস্তর ভোগান্তি পোহাতে হল কাতসুমি, দেবজিৎ-দের। শনিবার বেশি রাতে সবুজ-মেরুন শিবিরের কাছে খবর পৌঁছায়, নিরাপত্তাজনিত কারণে রবিবার চণ্ডীগড় থেকে উড়ান বন্ধ। ফলে লুধিয়ানা থেকে অমৃতসর হয়ে দিল্লি যেতে হবে তাঁদের। সেখান থেকে ধরতে হবে কলকাতার উড়ান। রবিবার সকালে তাই লুধিয়ানা ছেড়ে বারো ঘণ্টা জার্নি করে রাতে কলকাতা ঢোকেন প্রীতম কোটালরা।

এ দিন ছিল মোহনবাগানের স্কটিশ স্ট্রাইকার ড্যারেল ডাফির জন্মদিন। কলকাতায় স্ত্রী, সন্তানদের সঙ্গে জন্মদিন পালন করবেন বলে শনিবার গভীর রাতেই লুধিয়ানা ছাড়েন ডাফি। রবিবার সকালে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার পথে ডাফির মাথাতেও আইজল। তিনি বলেন, ‘‘পুরনো কথা মাথায় না রেখে আমাদের লক্ষ্য আইজলকে হারানো। তার জন্য কী করতে হবে, সেটা আমাদের জানা আছে।’’

Advertisement

আরও পড়ুন: মর্গ্যানের ডানা আরও ছাঁটার ভাবনা ক্লাবে

রাত সাড়ে সাতটায় দলবল নিয়ে কলকাতা ফিরে মোহনবাগান কোচ সঞ্জয় সেন-ও আইজলএফসি নিয়ে নিজের মনোভাব জানিয়ে যান। সবুজ-মেরুন শিবিরের কোচের কথায়, ‘‘আইজলের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ডু অর ডাই। চ্যাম্পিয়ন হতে গেলে ওই ম্যাচে জিততেই হবে আমাদের।’’

কোচ সঞ্জয়-সহ গোটা মোহনবাগান দলকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন দলীয় সমর্থকরা। তাদের কেউ কেউ চ্যাম্পিয়ন হওয়ার অঙ্ক মোহনবাগান কোচকে বলতে গেলে সঞ্জয় তাতে কান না দিয়ে বলেন, ‘‘আমরা জেতা ছাড়া এই মুহূর্তে অন্য কিছুই ভাবঠি না। আইজল এফসি লিগের অন্যতম সেরা দল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ওরা হেরে গেলেও খারাপ খেলেনি। রবিবার ম্যাচ থাকায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আইজলের ম্যাচ দেখতে পারিনি। সোমবার রেকর্ডিং দেখতে হবে।’’

বিমানবন্দরে সনি নর্দেকে নিয়ে উচ্ছ্বাসে মাতেন সমর্থকরা। ডার্বি এবং মিনার্ভা ম্যাচে গোল করে এই মুহূর্তে ছন্দেই রয়েছেন সনি। বাড়ি যাওয়ার পথে তিনিও বলে যান, ‘‘আইজল ম্যাচকে ফাইনাল ম্যাচ ধরে মাঠে নামব আমরা। নিজের গোলের চেয়ে চেয়েও বেশি তৃপ্তির দলের জয় পাওয়া। আইজলের বিরুদ্ধে সেই জয়ের জন্যই ঝাঁপাব আমরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন