লাজংয়ের লড়াইকে সমীহ শঙ্করের

বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে সেই শিলং লাজং প্রতিপক্ষ মোহনবাগানের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৪:৩৫
Share:

আই লিগে কলকাতায় প্রথম পর্বের ম্যাচে শিলং লাজং বনাম মোহনবাগান ম্যাচ শেষ হয়েছিল অমীমাংসিত ভাবে। শঙ্করলাল চক্রবর্তীর দল ফিরতি পর্বে পাহাড়ের দলটিকে হারিয়েছিল ৩-০।

Advertisement

বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে সেই শিলং লাজং প্রতিপক্ষ মোহনবাগানের। যে ম্যাচে নামার আগে মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলে দিচ্ছেন, ‘‘আই লিগে ওদের হারানোর অধ্যায় অতীত হয়ে গিয়েছে। লাজং বেশ শক্তিশালী প্রতিপক্ষ। বিশেষ করে ওদের নয় নম্বর স্যামুয়েল লালমপুইয়া দুর্দান্ত ফুটবলার। কোনও ভাবেই তাই ওদের হালকা ভাবে নেওয়া চলবে না।’’

প্রি-কোয়ার্টার ফাইনালে শিলংয়ের দলটি আইএসএল-এর দল এফসি পুণে সিটির বিরুদ্ধে প্রথমার্ধে ০-২ পিছিয়ে থেকে ৩-২ জিতে মাঠ ছেড়েছিল। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মোহনবাগান কোচ বলছেন, ‘‘এফসি পুণে সিটির বিরুদ্ধে লাজং-এর ম্যাচটা দেখেছি। দু’গোলে পিছিয়ে যে দল ৩-২ জিতে ফেরে তাদের সমীহ করতেই হয়। ওদের হার না মানা মনোভাবটা শক্তি।’’

Advertisement

অন্য দিকে লাজং কোচ অ্যালিসন খারসিনতিউ বলছেন, ‘‘ছেলেদের মোহনবাগানের কোন কোন পরিস্থিতিতে সমস্যা হয় তা বুঝিয়েছি। মোহনবাগানকে হারানোর ব্যাপারে আশাবাদী আমরা। জানি, দিপান্দা ডিকা গত ম্যাচে দুর্দান্ত খেলেছে। কিন্তু ও ছাড়াও মোহনবাগানে অনেক ভাল ফুটবলার রয়েছে। তাই কোনও বিশে কাউকে বাড়তি গুরুত্ব দিচ্ছি না।’’

বুধবার

সুপার কাপ: মোহনবাগান বনাম শিলং লাজং এফসি (ভুবনেশ্বরে খেলা শুরু বিকেল চারটে থেকে)।

সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস টু চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement