কলকাতা লিগে চার বিদেশি নিয়েই নামবে বাগান

চার বিদেশি নিয়েই নতুন মরসুমের প্রস্তুতি শুরু করতে চলেছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। তবে চতুর্থ বিদেশি নিয়ে চলছে তীব্র ডামাডোল। যার জেরে আটকে গিয়েছে ওয়েলকামের আসা। সোমবার ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সঞ্জয়। ঠিক হয়, ১৬ জুলাই শুরু হবে প্রাক মরসুম প্রস্তুতি। সনি নর্ডি, কাতসুমি, গুস্তাভো নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ বিদেশি ওয়েলকাম না অন্য কেউ, তা এখনও ঠিক হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০৩:১০
Share:

চার বিদেশি নিয়েই নতুন মরসুমের প্রস্তুতি শুরু করতে চলেছেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। তবে চতুর্থ বিদেশি নিয়ে চলছে তীব্র ডামাডোল। যার জেরে আটকে গিয়েছে ওয়েলকামের আসা।
সোমবার ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সঞ্জয়। ঠিক হয়, ১৬ জুলাই শুরু হবে প্রাক মরসুম প্রস্তুতি। সনি নর্ডি, কাতসুমি, গুস্তাভো নিশ্চিত হয়ে গেলেও চতুর্থ বিদেশি ওয়েলকাম না অন্য কেউ, তা এখনও ঠিক হয়নি। আটকে যাচ্ছে মার্কি ফুটবলার নিয়ে ৭ জুলাই ফেডারেশনের সভার জন্য।
ওই সভার সিদ্ধান্তের পরই চতুর্থ বিদেশি ঠিক করতে চাইছেন বাগান কর্তারা। ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘কারণ ফেডারেশনের সভায় মার্কি ফুটবলারের নিয়ম বদলে গেলে চতুর্থ বিদেশি নিয়ে তখন সমস্যায় পড়তে হবে।’’
বাগান কোচ আবার অবশ্য ওয়েলকামকে নেওয়া হবেই তাও বলতে রাজি নন। বলে দিলেন, ‘‘আমার কাছে একজন আর্জেন্তিনা আর অ্যাঙ্গোলার ফুটবলারের সিডি রয়েছে। সবাইকে দেখে সিদ্ধান্ত নেব।’’ সঙ্গে যোগ করেন, ‘‘চার জন বিদেশি নিয়েই কলকাতা লিগ খেলব। সনি এবং কাতসুমিকে চিনি। লিগে খেলিয়ে দেখব বাকি দু’জন নতুন বিদেশি কেমন করে। সেটা দেখে আই লিগে বিদেশি বাছব।’’

Advertisement

সনি এবং কাতসুমি কবে অনুশীলনে যোগ দেবেন তা এখনও ঠিক হয়নি। সনি দেশের হয়ে এক টুর্নামেন্টে ব্যস্ত। শোনা যাচ্ছে, অগস্টে তাঁরা অনুশীলনে যোগ দেবেন। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে অনুশীলন শুরু করলেও এখনই আবাসিক শিবির করার পরিকল্পনা নেই আই লিগ জয়ী কোচের। স়ঞ্জয় বললেন, ‘‘কোনও কোনও দিন দু’বেলা অনুশীলন করাব। সিএবির জিম আর আমার পাড়ার ক্লাবের সুইমিং পুল ব্যবহার করব। আবাসিক শিবিরের প্রয়োজন কী!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement