জঞ্জালে ভরা যুবভারতী

মাঠ চেয়েও পেল না মোহনবাগান

আইপিএল উদ্বোধনের ধাক্কায় তীব্র সমস্যায় মোহনবাগান! হৃতিক-অনুষ্কার অনুষ্ঠানের পর প্রায় দু’দিন কেটে গিয়েছে। তা সত্ত্বেও যুবভারতীর মাঠের এবং গ্যালারির অবস্থা ভয়াবহ। সঙ্গীন। অবস্থা এতটাই খারাপ যে, বৃহস্পতিবার অনুশীলন করতে পারলেন না আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা সনি নর্ডিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০৩:১২
Share:

যুবভারতী না পেয়ে ফুটবলাররা সময় কাটালেন সুইমিংপুলে। বৃহস্পতিবার উৎপল সরকারের তোলা ছবি।

আইপিএল উদ্বোধনের ধাক্কায় তীব্র সমস্যায় মোহনবাগান! হৃতিক-অনুষ্কার অনুষ্ঠানের পর প্রায় দু’দিন কেটে গিয়েছে। তা সত্ত্বেও যুবভারতীর মাঠের এবং গ্যালারির অবস্থা ভয়াবহ। সঙ্গীন। অবস্থা এতটাই খারাপ যে, বৃহস্পতিবার অনুশীলন করতে পারলেন না আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা সনি নর্ডিরা।

Advertisement

শনিবার স্টেডিয়ামে রয়েছে আই লিগের গুরুত্বপূর্ণ মোহনবাগান-ভারত এফসি ম্যাচ। শুক্রবার সেখানে অনুশীলন করার কথা দু’দলের। অথচ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাঠ ভর্তি পেরেক, খাবারের প্যাকেট, জলের বোতল, কাঠের টুকরো পড়ে রয়েছে। গ্যালারিতে আবর্জনার স্তূপ। ম্যাচের সংগঠক বাগান ঝুঁকি নেয়নি। নিজেদের মাঠে ডেকে দিয়েছে অনুশীলন। কিন্তু শুক্রবার বিকেলে রহিম নবির টিমের প্র্যাকটিস হবে কি? ক্লাবের কমর্সমিতির সদস্য সঞ্জয় ঘোষ বললেন, ‘‘জানি না কী হবে। খুব খারাপ অবস্থা। ওরা তো বলেছে বিকেলের মধ্যে সব ঠিক করে দেবে। কী ভাবে হবে সেটাই বুঝতে পারছি না। আজ তো অনুশীলনের জন্য চেয়েও মাঠ পেলাম না।’’

মাঠ ছাড়াও সংগঠক হিসাবে ম্যাচের আগে মাঠের চারপাশে যে সমস্ত প্ল্যাকার্ড, বিল বোর্ড লাগাতে হয় তা নিয়ে গিয়েও এ দিন ফিরে আসতে হয়েছে বাগান কর্তাদের। মঞ্চ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। মাঠের পাশেও জঞ্জালে ভর্তি। তাই কিছুই লাগানো সম্ভব হয়নি। কিন্তু ওগুলো ম্যাচের আগে না লাগাতে পারলে সংগঠক বাগানকে জরিমানা করতে পারে ফেডারেশন। এমনিতে আইপিএলের উদ্বোধনের জন্য হঠাৎ করেই বাগানের ৩ এবং ৮ এপ্রিলের ম্যাচ দু’টি বারাসতে সরাতে বাধ্য করা হয়েছিল লিগ শীর্ষে থাকা ক্লাবকে।

Advertisement

মাঠ নিয়ে ক্ষোভের পাশাপাশি ফেডারেশনের উপরও বিরক্ত মোহন কোচ সঞ্জয় সেন। কারণ বৃহস্পতিবারও সালগাওকর ম্যাচে লাল কার্ড দেখা বিক্রমজিৎ সিংহের শাস্তি নিয়ে ফেডারেশনের তরফ থেকে কোনও চিঠি আসেনি। বাগান মিডিও ক’ম্যাচের জন্য সাসপেন্ড সেটা তাই জানতে পারেননি সনি নর্ডিদের কোচ। এ দিন সঞ্জয় বলে দিলেন, ‘‘এর আগে শেহনাজের শাস্তি সংক্রান্ত চিঠি পেয়েছিলাম ম্যাচের আগের দিন। বিক্রমজিতের চিঠি এখনও আসেনি। ফেডারেশনের ভাবা উচিত শেষ মুহূর্তে চিঠি এলে, টিমের স্ট্র্যাটেজি তৈরি করতে সমস্যা হয় কোচেদের। বিক্রমজিৎ খেললে এক রকম স্ট্র্যাটেজি হবে, ও না খেললে অন্য রকম।’’

এর সঙ্গেই সনি নর্ডির চোট ভারত এফসি ম্যাচের আগে চিন্তায় রাখছে সবুজ-মেরুন কোচকে। শিলং লাজং ম্যাচে পুরনো চোটের জায়গাতেই নতুন করে আঘাত পান হাইতির স্ট্রাইকার। তাই বৃহস্পতিবার যাঁরা প্রথম একাদশে খেলেছেন তাঁদের সুইমিং সেশন থাকলেও, সনি আসেননি। তবে সূত্রের খবর, বাড়ির সুইমিং পুলেই তিনি নেমেছিলেন। ভারত এফসি ম্যাচে তিনি খেলছেন বলেই খবর। সঞ্জয় সেন অবশ্য বলছেন, ‘‘শুক্রবার অনুশীলনে সনিকে না দেখে আমি কোনও সিদ্ধান্ত নেব না।’’ ভারত এফসি-র বিরুদ্ধে সম্ভবত প্রথম একাদশে ঢুকছেন প্রীতম কোটাল। সে ক্ষেত্রে কিংশুক দেবনাথ প্রথম একাদশে থাকলে স্টপারে খেলতে পারেন। মাথায় চোটের জন্য লালকমল ভৌমিক এখনও হাসপাতালে ভর্তি। তাঁর মাথায় চারটে সেলাই হয়েছে। তাঁকে পরের ম্যাচে পাবেন না মোহন কোচ।

সঞ্জয়ের প্রতিপক্ষ টিম ভারত এফসি এ দিন শহরে এসে পৌঁছেছে। মঙ্গলবার পুণের মাঠে ইস্টবেঙ্গলের সঙ্গে নবিদের ম্যাচ দেখতে পাননি বাগান কোচ। নিজেদের ম্যাচ ছিল বলে। বললেন, ‘‘ওই ম্যাচের সিডি আমার কাছে আছে। ওদের টিমটা খারাপ নয়। বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার রয়েছে। এই ম্যাচটা জেতা সহজ হবে না।’’ টিম যখন লিগ শীর্ষে তখন অবশ্য নির্বাচনের দামামা বেজে গেল বাগানে। আজ শুক্রবার থেকেই মনোনয়নপত্র দেওয়া শুরু হবে। শাসক এবং বিরোধী কেউই অবশ্য এখনও প্যানেল ঠিক করে উঠতে পারেনি। দু’পক্ষেরই গোপন বৈঠক চলছে প্যানেল ঠিক করতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement