Mohunbagan will play next match

শুক্রবার ইউনাইটেডের বিরুদ্ধে খেলছে মোহনবাগান

নিজেদের দাবি থেকে অনেকটাই সরে এল মোহনবাগান। প্রথমে বলা হয়েছিল লিগের যে সূচি আগে দেওয়া হয়েছে সেটা মেনেই খেলা দিতে হবে। যে সিকোয়েন্সে খেলা হওয়ার কথা ছিল সেটাই করতে হবে। কিন্তু সেই দাবি আর রাখছে না মোহনবাগান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫০
Share:

ভেস্তে যাওয়া মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচের একটি দৃশ্য।

নিজেদের দাবি থেকে অনেকটাই সরে এল মোহনবাগান। প্রথমে বলা হয়েছিল লিগের যে সূচি আগে দেওয়া হয়েছে সেটা মেনেই খেলা দিতে হবে। যে সিকোয়েন্সে খেলা হওয়ার কথা ছিল সেটাই করতে হবে। কিন্তু সেই দাবি আর রাখছে না মোহনবাগান। বরং বুধবার আইএফএ রি প্লে জিতে রাজি হওয়ায় মোহনবাগানের দাবি ছিলর আইন মেনে রিপ্লে সাতদিনের মধ্যে দিতে হবে। যদিও আইএফএ জানিয়েছিল, ভেস্তে যাওয়া ম্যাচের রি প্লে হবে। কিন্তু ১৪ সেপ্টেম্বরের পর। এমন অবস্থায় সেটা আদৌ মোহনবাগান মেনে নেবে কী না সেটাই এখন দেখার।

Advertisement

বৃহস্পতিবার মোহনবাগান ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির মিটিংয়ের পর জানিয়ে দেওয়া হয় শুক্রবারের ম্যাচ খেলছে মোহনবাগান। শুক্রবার ইউনাইটেডের বিরুদ্ধে খেলা মোহনবাগানের। এর পর ৭ সেপ্টেম্বর ডার্বি। তার মাঝে থাকছে মাত্র চারদিন। ডার্বির আগে আরও একটি ম্যাচ খেলতে হলে প্লেয়াররা রিকভারির সময় পাবে না। এই অবস্থায় আইএফএ ও লিগ কমিটির সিদ্ধান্ত মেনে নিতেই হচ্ছে মোহনবাগানকে।

মোহনবাগান ক্লাবের তরফে বৃহস্পতিবার বলা হয়, এ দিন বিকেল চারটের সময় আইএফএ ক্লাবকে অনুরোধ করে আরও একটি চিঠি পাঠায়। যেখানে লেখা ছিল, যাতে ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটি মোহনবাগান খেলে। এবং সিএফএল কমিটির কাছে আইএফএ অনুরোধ করবে টালিগঞ্জের বিরুদ্ধে ম্যাচটি দ্রুত দিয়ে দিতে। কিন্তু সেটা ডার্বির আগে হওয়া প্রায় অসম্ভব। এমন অবস্থায় ১৪ সেপ্টেম্বরের পরই খেলতে হবে মোহনবাগানকে। তা না হলে, ইউনাইটেড ম্যাচের একদিন পরই খেলতে হতে পারে মোহনবাগানকে। বাকি সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে সভাপতি ও সচিবের হাতে। মোহনবাগানের সুর এখন অনেকটাই নরম।

Advertisement

ডার্বি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান। কারণ, উল্টোদিকে ইস্টবেঙ্গলও হুমকি দিয়ে রেখেছে ডার্বি ৭ সেপ্টেম্বর না হলে তারাও লিগ খেলবে না। মোহনবাগানের সিদ্ধান্তে খুশি আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। ধন্যবাদও জানিয়েছেন তিনি। তবে টালিগঞ্জ ম্যাচ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি আইএফএ।

আরও খবর

রি প্লে হচ্ছে, কিন্তু মোহনবাগানের দাবি মানা হচ্ছে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন