যে বিতর্কগুলিতে সচিন ‘ক্লিন বোল্ড’ হয়েছেন

বাইশ গজে যে কোনও সমালোচনার জবাবে মুখের থেকে ব্যাটের ব্যবহারই বেশি করতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তবে তাঁকে মাঠে খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি। এমনকী বেশ কয়েকটি ক্ষেত্রে আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই প্যাভিলিয়নমুখী হতে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ১০:২১
Share:

বাইশ গজে যে কোনও সমালোচনার জবাবে মুখের থেকে ব্যাটের ব্যবহারই বেশি করতেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তবে তাঁকে মাঠে খুব একটা বিতর্কে জড়াতে দেখা যায়নি। এমনকী বেশ কয়েকটি ক্ষেত্রে আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই প্যাভিলিয়নমুখী হতে দেখা গিয়েছে তাঁকে। বিতর্ক থেকে এতটাই দূরে থাকতেন সচিন। কিন্তু তিনি বিতর্ক থেকে দূরে থাকলেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। এর আগেও বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি মুসৌরিতে একটি সম্পত্তি সংক্রান্ত বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যসভার সাংসদ সচিন তেন্ডুলকরের। এক নজরে দেখে নেওয়া যাক সচিনের সঙ্গে জড়িত কিছু বিতর্ক।

Advertisement

আরও খবর- রিও থেকে পদক আনতে পারেন যে সব ভারতীয় অ্যাথলিট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement