হেরে ক্লপকে তীব্র কটাক্ষ জোসের

ম্যাচে লিভারপুলের হয়ে দর্শনীয় গোল করলেন জারদান শাচিরি। আর লিভারপুলের কাছে হেরে মোরিনহো হতাশায় বলে গেলেন, ‘‘যদি ফুটবল সমর্থক হতাম, তা হলে এই ম্যাচ দেখার জন্য অর্থ খরচ করতাম না।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৪:৪৫
Share:

মোরিনহো। —ফাইল চিত্র।

মার্কিন মুলুকের লক্ষাধিক দর্শকের সামনে মুখোমুখি হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দুই বিখ্যাত ম্যানেজার। রবিবার আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপের সেই ম্যাচে য়ুর্গেন ক্লপের লিভারপুলের কাছে হারতে হল জোসে মোরিনহোর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ম্যাচের ফল ৪-১।

Advertisement

ম্যাচে লিভারপুলের হয়ে দর্শনীয় গোল করলেন জারদান শাচিরি। আর লিভারপুলের কাছে হেরে মোরিনহো হতাশায় বলে গেলেন, ‘‘যদি ফুটবল সমর্থক হতাম, তা হলে এই ম্যাচ দেখার জন্য অর্থ খরচ করতাম না।’’

লিভারপুলের বিরুদ্ধে মোরিনহো এ দিন এমন পাঁচ ফুটবলারকে প্রথম একাদশে রেখেছিলেন যাঁরা কেউ গত মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে কোনও ম্যাচ খেলেননি। অন্য দিকে, সাদিয়ো মানে এবং মহম্মদ সালাহ-র মতো দুই আক্রমণাত্মক ফরোয়ার্ডকে দলে রেখেই দল নামিয়েছিলেন ক্লপ।

Advertisement

২৬ মিনিটে মানে পেনাল্টি থেকে এগিয়ে দেন দলকে। কিছু সময় পরেই ২৫ গজ দূর থেকে ফ্রি-কিকে গোল করে ম্যান ইউয়ের হয়ে সমতা ফেরান আন্দ্রেস পেরেইরা। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে ফের লিভারপুলকে এগিয়ে দেন ড্যানিয়েল স্টারিজ। এর পরেই ফের পেনাল্টি থেকে ৩-১ করেন শেইয়ি ওজো। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে শূন্যে ভাসমান অবস্থায় দুর্দান্ত ‘বাইসাইকেল কিকে’ লিভারপুলের চতুর্থ গোল করেন স্টোক সিটি থেকে আসা সুইৎজারল্যাল্ডের ফরোয়ার্ড জারদান শাচিরি। যা দেখে মুগ্ধ লিভারপুল ম্যানেজার ক্লপ। বলে দেন, ‘‘মাত্র চার দিন অনুশীলন করে অভিষেক ম্যাচেই এই ধরনের গোল কেউ করলে তার প্রশংসা করতেই হয়।’’

একই সঙ্গে ক্লপের দলকে কটাক্ষ করতেও ছাড়েননি মোরিনহো। বলেন, ‘‘গত মরসুমে ওরা আমাদের হারাতে পারেনি। তাই আমাদের বাচ্চাদের দলকে হারিয়ে ওদের প্রথম দল এখন আনন্দ করবেই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement