প্রস্তুতি নিয়ে ধোনির ভোট অধিনায়ককে

পরের বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরে হাতে মাত্র দু’দিন সময় পাবে ভারত। তার পরেই কোহালির টিমকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০৪:৫৮
Share:

কাশ্মীরে মহিলা ভক্তকে অটোগ্রাফ দিচ্ছেন ধোনি। ছবি: পিটিআই

কোনও বিদেশ সফরে যাওয়ার আগে যথেষ্ট প্রস্তুতি দরকার বলে মন্তব্য করেছিলেন বিরাট কোহালি। তাঁর তির ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্দেশে। আর এ বার ভারত অধিনায়ক পাশে পেয়ে গেলেন তাঁর পূর্বসূরিকে। কাশ্মীর সফররত মহেন্দ্র সিংহ ধোনি বলে দিলেন, বিরাট কোহালি ঠিকই বলেছেন।

Advertisement

রবিবার কাশ্মীরের কুঞ্জেরে এক অনুষ্ঠানে কোহালির মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ধোনিকে। যা শোনার পরে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘বিরাট একেবারে ঠিক কথা বলেছে। আমরা এত ক্রিকেট খেলি যে, বিদেশ সফরে যাওয়ার আগে আমরা ঠিকমতো প্রস্তুতি চালাতে পারি না। তবে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের কাছে এটাও একটা বড় চ্যালেঞ্জ।’’

পরের বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফর। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পরে হাতে মাত্র দু’দিন সময় পাবে ভারত। তার পরেই কোহালির টিমকে উড়ে যেতে হবে দক্ষিণ আফ্রিকায়। যা নিয়ে কোহালি বলেছিলেন, ‘‘আমরা মোটেই যথেষ্ট সময় পাচ্ছি না এই সফরের প্রস্তুতি নেওয়ার জন্য।’’ ধোনি এ দিন বলে দিলেন, ‘‘বিদেশে গিয়ে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অবশ্যই সময় লাগে। তাই বিরাট নিজের জায়গা থেকে একদম ঠিক আছে।’’

Advertisement

তবে ধোনি আশাবাদী, ভারতের এই দলটা যে কোনও চ্যালেঞ্জ সামলাতে পারবে। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, ‘‘আপনারা যদি ভারতের এই টিমটাকে দেখেন, তা হলে বুঝবেন, এদের অনেকেরই বিদেশে খেলার অভিজ্ঞতা আছে। এবং এরা বিদেশের মাঠে রানও পেয়েছে।’’ তিনি আরও যোগ করেন, ‘‘ভাল হতো যদি ওরা ৮-১০ দিন সময় পেত। তবে আমি নিশ্চিত, ওরা যে সময়ই পাবে, সেটাই কাজে লাগাবে। ভাল খেলবে।’’

শ্রীনগর থেকে কিছুটা দূরে ভারতীয় সেনাবাহিনী আয়োজিত এক ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন ধোনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে ধোনি বলেন,‘‘এ বার যখন দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারতীয় টেস্ট দল, ওরা হাতে বিশেষ সময় পাবে না। ওয়ান ডে দলও সাত-আট দিনের মতো সময় নেবে প্রস্তুত হতে। কারণ দক্ষিণ আফ্রিকায় বাউন্সটা বেশি থাকে।’’

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সফর নিয়েও ধোনিকে প্রশ্ন করা হয়। যার জবাবে ‘ক্যাপ্টেন কুল’ জানিয়েছেন, এই সিদ্ধান্তটা দেশের সরকারের উপরই ছেড়ে দেওয়া উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন