MS Dhoni

রেকর্ড গড়ে বিপাকে ধোনি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে ভারতীয় ক্রিকেটে অনন্য এক রেকর্ড স্থাপন করেন মাহি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ২১:৪৮
Share:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে মাহি। ছবি: এএফপি।

বিশ্বের সেরা ফিনিশার হিসেবে সব সময়ই উঠে এসেছে মহেন্দ্র সিংহ ধোনির নাম। সে ভারতকে বিশ্বকাপ দেওয়া হোক অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি, সব সময়ই কথা বলেছে মাহির ব্যাট। কিন্তু সেই মাহিই যে স্লো রান করার জন্য বিতর্কের মুখে পড়বেন, তা হয়ত ভাবেননি লক্ষ লক্ষ ধোনি অনুগামী।

Advertisement

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দলের ব্যাটসম্যানদের দুষলেন বাঙ্গার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ এক দিনের ম্যাচে ভারতীয় ক্রিকেটে অনন্য এক রেকর্ড স্থাপন করেন মাহি। তবে এই রেকর্ড গর্বের নয়। ১০৮ বলে অর্ধশতরান করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১২ বছরের রেকর্ড ভেঙে দেন ধোনি। এর আগে ২০০৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৫ বলে অর্ধ শতরানের রেকর্ড ছিল ‘প্রিন্স অফ ক্যালকাটা’-র দখলে।

Advertisement

উল্লেখ্য, এ দিন অ্যান্টিগাতে ১৯০ রানের লক্ষ্যে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় ভারত। প্রায় শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন প্রাক্তন ভারত অধিনায়ক মাহি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন