MS Dhoni

কেন তিনি ডিআরএস বিশেষজ্ঞ, বুঝিয়ে দিলেন ধোনি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে ফের এক বার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বুঝিয়ে দিলেন কেন ডিসিশন রিভিউ সিস্টেম(ডিআরএস)কে মজা করে তাঁর সমর্থকরা ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১৪
Share:

অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: রয়টার্স।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে ম্যাচে ফের এক বার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বুঝিয়ে দিলেন কেন ডিসিশন রিভিউ সিস্টেম(ডিআরএস)কে মজা করে তাঁর সমর্থকরা ‘ধোনি রিভিউ সিস্টেম’ বলেন।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। বল করছিলেন যশপ্রীত বুমরা। স্ট্রাইকে তখন হাসিম আমলা। ওভারের চতুর্থ বলে সম্পূর্ণ ভাবে বিট হতে হয় আমলাকে। ব্যাট এবং প্যাডের মধ্যে দিয়ে বল চলে যায় ধোনির হাতে। ইনসাইড এজ ভেবে আউটের আপিল করেন ভারতীয় ফিল্ডাররা। আপিল করেন ধোনিও। কিন্তু আম্পায়ার আলিম দার নাকচ করে দেন সেই আবেদন।

বিরাটকে রিভিউ নেওয়ার জন্য বলেন রোহিত শর্মা। কিন্তু মুচকি হেসে এবং ঘাড় নেড়ে ধোনি বুঝিয়ে দেন রিভিউ নেওয়ার প্রয়োজন নেই। বল এবং ব্যাটের সংযোগ হয়নি। সরাসরি মুখে না বললেও ধোনির এই ইঙ্গিত-ই ছিল কোহালির বোঝার পক্ষে যথেষ্ট।

Advertisement

পরে আল্ট্রা এজ-এ দেখা যায় বল এবং ব্যাটের মধ্যে কোনও সম্পর্ক হয়নি। বলটি প্যাডে লেগে যায় ধোনির হাতে।

আরও পড়ুন: জেতার যোগ্য ছিলাম না, মত কোহালির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন