অধিনায়ক ধোনি ফিরছেন ইডেনে

রাইজিং পুণে সুপারজায়ান্টস আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দু’দিন পরই ফের ক্যাপ্টেন হচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে, আইপিএলে নয়, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে।

Advertisement

নয়াদিল্লি

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৮
Share:

রাইজিং পুণে সুপারজায়ান্টস আইপিএল ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দু’দিন পরই ফের ক্যাপ্টেন হচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। তবে, আইপিএলে নয়, আসন্ন বিজয় হাজারে ট্রফিতে। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে ঝাড়খণ্ডের নেতৃত্ব দেবেন ধোনি। পুণের মালিক সঞ্জীব গোয়েন্কার শহর কলকাতাতেই বিজয় হাজারে ট্রফি খেলতে আসছেন তিনি।

Advertisement

গত কয়েক মরসুমে ঝাড়খণ্ডের হয়ে মাঠে নামলেও দলের অধিনায়কত্ব করেননি ধোনি। এ বার আর ধোনিকে নেতৃত্ব নেওয়ার কথা বললে তিনি নাকি আপত্তি করেননি। ধোনির অধিনায়কত্বে এ বার বেশ শক্তিশালী দলই নামাচ্ছে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ড। টপ অর্ডারে মারকাটারি ব্যাটসম্যান ঈশান কিষাণ দলে আছেন। সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা স্পিনার শাহবাজ নাদিমও খেলবেন ধোনির টিমে। সোমবারের নিলামে নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাওয়া ইশাঙ্ক জাগ্গি ও বরুণ অ্যারনের পাশাপাশি ধোনির নেতৃত্বে খেলতে দেখা যাবে অভিজ্ঞ সৌরভ তিওয়ারি ও সদ্য মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে দুরন্ত খেলা তরুণ ব্যাটসম্যান বিরাট সিংহকে।

ঝাড়খণ্ড টিম: মহেন্দ্র সিংহ ধোনি (ক্যাপ্টেন), ঈশান কিষাণ, ইশাঙ্ক জাগ্গি, বিরাট সিংহ, সৌরভ তিওয়ারি, কৌশল সিংহ, প্রত্যুষ সিংহ, শাহবাদ নাদিম, সোনু কুমার সিংহ, বরুণ অ্যারন, রাহুল শুক্ল, অনুকূল রায়, মোনু কুমার সিংহ, জাসকরণ সিংহ, আনন্দ সিংহ, কুমার দেওব্রাত, এস রাঠৌর, বিকাশ সিংহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement