রুদ্ধশ্বাস জয় মুম্বইয়ের

ম্যাচের ৫৯ মিনিটে গোয়া গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনির ভুলে গোল করে মুম্বইকে এগিয়ে দেন এভার্টন স্যান্টোস। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে সাত মিনিট আগে গতির বিরুদ্ধে গোল করে সমতা ফেরান গোয়ার ম্যানুয়েল আর্না রদরিগেজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৪:৩২
Share:

গোয়াকে হারিয়ে মুম্বইয়ের অন্যতম মালিক রণবীর কপূর। ছবি: টুইটার

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াল মুম্বই সিটি এফসি। শনিবার মুম্বইয়ে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে এফসি গোয়া-কে ২-১ হারালেন বলবন্ত সিংহ, অবিনাশ রুইদাস-রা।

Advertisement

ম্যাচের ৫৯ মিনিটে গোয়া গোলরক্ষক লক্ষ্মীকান্ত কাট্টিমনির ভুলে গোল করে মুম্বইকে এগিয়ে দেন এভার্টন স্যান্টোস। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে সাত মিনিট আগে গতির বিরুদ্ধে গোল করে সমতা ফেরান গোয়ার ম্যানুয়েল আর্না রদরিগেজ। আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে হতাশা লুকোতে পারেননি মুম্বইয়ের অন্যতম মালিক ও বলিউড তারকা রণবীর কপূর। তবে ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে নাটকীয় পরিবর্তন। থিয়াগো স্যান্টোসের গোলে ফের উচ্ছ্বাস ফেরে মুম্বই শিবিরে।

আইএসএল টেবলের শীর্ষে এই মুহূর্তে চেন্নাইয়িন এফসি। দু’নম্বরে বেঙ্গালুরু এফসি। তিন নম্বরে দিল্লি ডায়নামোজ এফসি। চতুর্থ স্থানে এফসি গোয়া। এ দিন জয়ের ফলে পাঁচ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement