সুনীল ছেত্রীর দাম ১ কোটি ২০ লক্ষ!

ক্লাব না ছাড়ায় আইএসএলের প্রথম পর্বে খেলতে পারেননি তিনি। আর দ্বিতীয় পর্বে তাঁর দামই উঠল সর্বোচ্চ। ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে কিনে নিল মুম্বই এফসি। বেস প্রাইসের থেকে যা ৪০ লক্ষ টাকা বেশি।

Advertisement

সবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৫ ১৪:২৪
Share:

নিলামের আগে সুনীলদের সঙ্গে নীতা অম্বানি। ছবি: পিটিআই।

ক্লাব না ছাড়ায় আইএসএলের প্রথম পর্বে খেলতে পারেননি তিনি। আর দ্বিতীয় পর্বে তাঁর দামই উঠল সর্বোচ্চ। ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে কিনে নিল মুম্বই এফসি। বেস প্রাইসের থেকে যা ৪০ লক্ষ টাকা বেশি।

Advertisement

মুম্বইতে শুক্রবার বসেছিল আইএসএলের নিলামের আসর। সেখানে সুনীল ছাড়া এ বারের আইপিএলের অন্যতম সেরা ফুটবলার ইউজেন লিংডোর দরও উঠল কোটি টাকা। তাঁকে এক কোটি দিয়ে কিনল পুণে এফসি। সুনীলকে কিনতে মাত্র দু’টি দল আগ্রহী হলেও তাদের মধ্যেই হল প্রবল দড়ি টানাটানি। ৮০ লক্ষ থেকে দাম উঠতে উঠতে থামল এক কোটি ২০ লক্ষ-তে। লিংডোর ক্ষেত্রে অবশ্য আরও প্রবল ‘যুদ্ধ’। মুম্বইয়ের মালকিন নীতা অম্বানি থেকে নর্থ ইস্টের জন আব্রাহামরা দর হাঁকলেন বেঙ্গালুরুর এই মিডফিল্ডারের জন্য। ছিল কলকাতা, পুণেও। শেষ পর্যন্ত বাকিদের হারিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকায় লিংডোকে কিনে নিল পুণে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন