শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলীয় স্পিনারদের সাহায্যে মাঠে নামছেন মুরলিধরন

তাঁর স্পিন অস্ত্রে ঘায়েল হননি, এমন ব্যাটসম্যান খুব কমই রয়েছেন। টেস্ট হোক বা ওয়ান ডে, দু’ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংখ্যাক উইকেটের রেকর্ডটি তাঁরই দখলে। এ হেন মুথাইয়া মুরলিধরন কিনা এ বার নেমে পড়ছেন নিজের দেশের বিরুদ্ধেই! তাও আবার ক্রিকেটে তাঁদের প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার হয়ে!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৬ ১৪:৫২
Share:

অজি স্পিনারদের সাহায্য করবেন মুরলিধরন।

তাঁর স্পিন অস্ত্রে ঘায়েল হননি, এমন ব্যাটসম্যান খুব কমই রয়েছেন। টেস্ট হোক বা ওয়ান ডে, দু’ক্ষেত্রেই সবচেয়ে বেশি সংখ্যাক উইকেটের রেকর্ডটি তাঁরই দখলে। এ হেন মুথাইয়া মুরলিধরন কিনা এ বার নেমে পড়ছেন নিজের দেশের বিরুদ্ধেই! তাও আবার ক্রিকেটে তাঁদের প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার হয়ে!

Advertisement

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে আসছে অস্ট্রেলিয়া। দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে তাঁদের মোট রেকর্ড ভাল হলেও শ্রীলঙ্কার মাটিতে তাঁদের স্পিন অস্ত্রের বিরুদ্ধে বরাবরই দুর্বল অস্ট্রেলিয়া। পরিসংখ্যান ভাল করতে এ বারে তাই শ্রীলঙ্কাকে তাঁদের স্পিন অস্ত্রেই মাত করতে চাইছে অস্ট্রেলিয়া। সৌজন্যে মুথাইয়া মুরলিধরন। শ্রীলঙ্কার স্পিন সহায়ক মাঠে কী ভাবে বল করতে হয়, অজি স্পিনারদের তা শেখাবেন তিনি। এ বিষয়ে মুরলির সঙ্গে চুক্তিও করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মুরলিকে পেয়ে উচ্ছ্বসিত অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, “মুরলির মতো এক জন গ্রেট স্পিনারকে পেয়ে আমরা গর্বিত। এর ফলে আমরা উপকৃত হবই।”

Advertisement

ক্রিকেটে অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তির কথা স্বীকার করে মুরলির দাবি, “আমার সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের কোনও চুক্তি নেই। ফলে যে কোনও দেশের সঙ্গে আমি চুক্তি করতেই পারি। প্রথম বার অজি বোর্ড আমাকে এই প্রস্তাব দেওয়ায় আমি রাজি হইনি। পরে ভেবে দেখলাম, কেন নয়? আমি তো শুধু আমার অভিজ্ঞতা দিয়েই সাহায্য করছি। দেশ বিরোধী কিছু তো করছি না।”

আরও পড়ুন:
ন্যাটওয়েস্টের সেই সৌরভ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement