উইকেট তোলাই লক্ষ্য থাকে: চহাল

সীমিত ওভারের ক্রিকেটে ফ্লাইট করাতে গেলে তো মার খেয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। যা শুনে চহাল বলছেন, ‘‘আমি জানি, ব্যাটসম্যান হয়তো আমাকে একটা ছয় মেরে দিতে পারে। অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সমর্থন যদি সঙ্গে থাকে, তা হলে ভয় পাওয়ার কিছু নেই।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০৬
Share:

যুজবেন্দ্র চাহাল। ছবি: এপি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার সময় চিন্নাস্বামীর পিচে বল করার অভিজ্ঞতা তাঁকে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অনেক সাহায্য করছে। এমনটাই মনে করেন সেঞ্চুরিয়নের নায়ক যুজবেন্দ্র চহাল।

Advertisement

ওয়ান ডে ক্রিকেটে ২২ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে নিজের কেরিয়ারের সেরা বোলিং করার পরে চহাল রবিবার বলেছেন, ‘‘আমি রান বাঁচানোর চেয়েও বেশি মনোযোগ দিই উইকেট তোলার ব্যাপারে। যে কারণে আমি ফ্লাইট করাই।’’

কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে ফ্লাইট করাতে গেলে তো মার খেয়ে যাওয়ারও আশঙ্কা থাকে। যা শুনে ভারতের এই লেগ স্পিনার বলছেন, ‘‘আমি জানি, ব্যাটসম্যান হয়তো আমাকে একটা ছয় মেরে দিতে পারে। কিন্তু অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সমর্থন যদি আপনার সঙ্গে থাকে, তা হলে ভয় পাওয়ার কিছু নেই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে। আমার অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট সব সময় আমাকে সমর্থন করে। আমার পাশে থাকে।’’

Advertisement

সীমিত ওভারের ক্রিকেটে নিজের গেমপ্ল্যান নিয়েও বলেছেন চহাল। তাঁর বক্তব্য, ‘‘ব্যাটসম্যানকে নিয়ে বেশি ভাবলে কিন্তু আপনি নিজের দক্ষতার প্রতি সুবিচার করতে পারবেন না। আমি ভাবি না, উল্টো দিকে কে ব্যাট করছে, তার কী সুনাম। আমি চেষ্টা করি আমার শক্তি অনুযায়ী বল করার।’’ আইপিএলেও যে তিনি একই ফর্মুলায় বিশ্বাস রেখে এসেছেন, তাও বলেছেন চহাল। তাঁর বক্তব্য, ‘‘আইপিএলেও আমি একই ভাবে খেলে এসেছি। হয়তো কোনও ম্যাচে আমার বিরুদ্ধে ৪ ওভারে ৪০ রান তুলে নিল ব্যাটসম্যানরা। কিন্তু তাতেও আমি আত্মবিশ্বাস হারাই না। আমি জানি, আমার ভাল বলগুলোই মেরেছে ব্যাটসম্যানরা। ইকনমি রেট ভাল করার জন্য আমি বল করি না। আমি বেঙ্গালুরুতে যে পিচে আইপিএল খেলেছি, সেটা এর চেয়েও পাটা। কিন্তু তা বলে আমি আমার প্ল্যান পাল্টাই না।’’

নিজেদের পার্টনারশিপ নিয়ে চহাল বলছেন, ‘‘আমি আর কুলদীপ যখনই বল করতে আসি না কেন, আমাদের মাথায় উইকেট তোলা ছাড়া আর কোনও চিন্তা থাকে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement