NEROCA FC

‘আমি কতটা সফল তা জানা যাবে নেরোকা ম্যাচের পরই’

খালিদ এখনও খেতাব জয়ের স্বপ্ন না ছাড়লেও খেতাবি লড়াই যে কার্যত শেষ, তা মনে করছেন অধিকাংশ লাল-হলুদ সমর্থকই। তবে খালিদ জানিয়ে দেন, এখনও আশা ছাড়ার কিছু নেই।

Advertisement

কৌশিক চক্রবর্তী

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ২১:৩৯
Share:

খালিদ জামিল।—ফাইল চিত্র।

কয়েক ঘণ্টার প্রতীক্ষা। তারপরেই লিগ জয়ের ক্ষীণ আশা নিয়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে নেরোকা এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। বুধবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রথামাফিক সাংবাদিক সম্মেলন সারলেন দুই দলের কোচ।

Advertisement

গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে লাল-হলুদ কোচ খালিদ জামিল জানিয়ে দিলেন গত ম্যাচে কী হয়েছে, তা নিয়ে ভেবে সময় নষ্ট করতে তিনি নারাজ। বরং আগামীকালের ম্যাচ জয় করাই তাঁদের মূল লক্ষ্য।

এ দিন খালিদ বলেন, “যা হয়ে গিয়েছে, তা নিয়ে আর ভেবে কোনও লাভ নেই। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত। দল জানে নেরোকা ম্যাচের গুরুত্ব কতটা।”

Advertisement

কলকাতায় যে লক্ষ্য নিয়ে তিনি এসেছিলেন, তাতে তিনি কতটা সফল জানতে চাইলে খালিদ বলেন, “নেরোকা ম্যাচের পরেই এর উত্তর দেওয়া সম্ভব। এখনও আমরা লিগ জয়ের দৌড়ে আছি। আমি সফল কী অসফল তা বোঝা যাবে কালকের পরেই।”

আরও পড়ুন: আমাদের হাতে জেতা ছাড়া কিছু নেই: শঙ্করলাল

আরও পড়ুন: আশা-আশঙ্কার দোলাচলে নেরোকা বধের প্রস্তুতি ইস্টবেঙ্গলে

খালিদ এখনও খেতাব জয়ের স্বপ্ন না ছাড়লেও খেতাবি লড়াই যে কার্যত শেষ, তা মনে করছেন অধিকাংশ লাল-হলুদ সমর্থকই। তবে খালিদ জানিয়ে দেন, এখনও আশা ছাড়ার কিছু নেই। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাই এ দিন শোনা গেল খালিদের মুখে। খালিদ জানান, ফুটবলে সব কিছুই সম্ভব।

লাজং ম্যাচে যে দল খেলেছিল সেই দল থেকে দু’টি বা তিনটি পরিবর্তন হবে বলেও জানান খালিদ।

অন্য দিকে, নেরোকা কোচ বলেন, “কোনও চাপ নেই আমাদের উপর। এই ম্যাচে খোলা মনে আমরা খেলতে নামব। ঘরের মাঠে আমাদের ৩৫ হাজারি স্টেডিয়াম ভরা থাকে বলে প্লেয়ারদের উপর সমর্থকদের চাপ থাকে। এখানে সেটা থাকবে না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন