ফেডেরারের বয় ব্যান্ড

ভবিষ্যতের ‘সেরা’-কে হারালেন নাদাল

কোর্টে, কোর্টের বাইরে সুরেলা শনিবার কাটাল অস্ট্রেলীয় ওপেন! কোর্টের বাইরে সেরা চমক জোড়া ‘ফেড’-এর বয় ব্যান্ড। কোর্টে আবার দুই গেমের মধ্যের ব্রেক-এ টেলর সুইফ্টের গান ‘শেক ইট অফ’ গেয়ে নিজেকে তাতালেন রুশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মেয়ে দারিয়া গাভরিলোভা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০৩:১৪
Share:

কোর্টে, কোর্টের বাইরে সুরেলা শনিবার কাটাল অস্ট্রেলীয় ওপেন!

Advertisement

কোর্টের বাইরে সেরা চমক জোড়া ‘ফেড’-এর বয় ব্যান্ড।

কোর্টে আবার দুই গেমের মধ্যের ব্রেক-এ টেলর সুইফ্টের গান ‘শেক ইট অফ’ গেয়ে নিজেকে তাতালেন রুশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মেয়ে দারিয়া গাভরিলোভা। টিমিয়া বাচিঞ্জস্কির বিরুদ্ধে ৬-৩, ৭-৫, ৬-৪ জেতার পথে র‌্যাকেট আছড়েও নজর কাড়লেন। অন্য রকম সুরও উঠল। টেনিসের নতুন প্রজন্মের কাছে কোণঠাসা হয়েও পাঁচ সেটে জয় ছিনিয়ে নেওয়ার অনুচ্চার বিজয়হুঙ্কার। ম্যাচের শেষে মুষ্ঠিবদ্ধ হাত আকাশে ছুড়ে যেটা বুঝিয়ে গেলেন রাফায়েল নাদাল। এ দিন নাদাল যাঁকে হারালেন, সেই উনিশ বছরের জার্মান আলেকজান্ডার জেরেভকে এখনই ভবিষ্যতের এক নম্বর বলা হচ্ছে। বিগ সার্ভার সঙ্গে দুরন্ত ব্যাকহ্যান্ড। চার ঘণ্টা ছ’মিনিটে ৪-৬, ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-২ জিতে নাদাল বললেন, ‘‘আলেকজান্ডার আমাদের খেলার ভবিষ্যৎ, বর্তমানও। ওকে হারাতে প্রচুর দৌড়দৌড়ি করতে হল।’’ চতুর্থ রাউন্ডে নাদালের সামনে গেল মঁফিস। পাঁচ সেটে জিতলেন জকোভিচ ঘাতক ডেনিস ইস্তোমিনও। মিক্সড ডাবলসে ভারতীয় সুর বজায় রেখে সানিয়া মির্জা ও রোহন বোপান্না দ্বিতীয় রাউন্ডে। বোপান্না-ডাব্রোওস্কি ৬-৪, ৬-৭, ১০-৭ হারান মাইকেল ভেনাস-কাতেরিনা স্রেবোতনিককে। সানিয়া আর ইভান ডগিগের জুটি ৭-৫, ৬-৪ ছিটকে দিল যুক্তরাষ্ট্র ওপেন জয়ী লরা সিগমন্ড-মেট পাভিচকে। সেরিনাও বোঝালেন তিনি ‘অন এ সং’। বিশ্বের দু’নম্বর ৬-৩, ৬-৪ হারান লুসি সাফারোভাকে। চতুর্থ রাউন্ডে সেরিনার সামনে নিকোল গিবস। যিনি মিডিয়ার সেরিনা বন্দনায় ক্ষুব্ধ। ‘‘মনে হচ্ছে সেরিনা জিতেই গিয়েছে।’’ যা শুনে এখানে ছ’বারের চ্যাম্পিয়নের ছোট্ট জবাব, ‘‘নতুন আর কী প্রমাণ করব। আমি তৈরি।’’ তিনি তৈরি বোঝাচ্ছেন ফেডেরারও। যিনি এ দিন নিজের ‘বয় ব্যান্ড’-এর ঘোষণা করেছেন টুইটারে। ব্যান্ডের আর দুই সদস্য ‘বেবি ফেড’ গ্রিগর দিমিত্রভ এবং টমি হাস। টুইট করা ভিডিওয় তিন জনে গেয়েছেন, ‘হার্ড টু সে আই অ্যাম সরি’।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন